হাতেনাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী

পাথর ভাঙা কারখানায় ডাকাতি করতে গিয়ে শ্রমিকদের হাতে নাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকার ঘটনা। পুলিশ জানায় ধৃত দুই দুষ্কৃতীর নাম পার্নাল শেখ ও প্রকাশ নন্দী। দু’জনের বাড়ি মহম্মদবাজার থানার ভাড়কাটা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সটার, পাইপগান, একটি ছুরি, লোহা কাটার যন্ত্র ও একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হলে ৬ দিন পুলিশি হেফাজত হয়। এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও বলেন, “ধৃতেরা পাথরভাঙা কারখানায় ডাকাতির চেষ্টা চালিয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০০:৩১
Share:

পাথর ভাঙা কারখানায় ডাকাতি করতে গিয়ে শ্রমিকদের হাতে নাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকার ঘটনা। পুলিশ জানায় ধৃত দুই দুষ্কৃতীর নাম পার্নাল শেখ ও প্রকাশ নন্দী। দু’জনের বাড়ি মহম্মদবাজার থানার ভাড়কাটা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সটার, পাইপগান, একটি ছুরি, লোহা কাটার যন্ত্র ও একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হলে ৬ দিন পুলিশি হেফাজত হয়। এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও বলেন, “ধৃতেরা পাথরভাঙা কারখানায় ডাকাতির চেষ্টা চালিয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।”

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে চার জনের একটি দল দু’টি বাইক নিয়ে রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকার গামারপাহাড়িতে একটি পাথরভাঙা কারখানায় হানা দেয়। কিন্তু ওই কারখানার শ্রমিক এবং এলাকাবাসীর তৎপরতায় দুই দুষ্কৃতী ধরা পড়ে যায়। এলাকাবাসী দু’জন দুষ্কৃতীকে ধরে রেখে রাতে পুলিশে খবর দেন। ভোরে এলাকায় পৌঁছলে বাসিন্দারা দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেন।

ওই কারখানার মালিক চন্দন ভট্টাচার্য বলেন, “মাস দেড়েক আগে আমাদের কারখানা থেকে বেশ কিছু যন্ত্রসামগ্রী চুরি যায়। সোমবার রাত দু’টো নাগাদ কারখানা থেকে আমাকে ফোনে জানানো হয়। গিয়ে দেখি দুজন দুই দুষ্কৃতীকে আমাদের কারখানার শ্রমিক এবং এলাকাবাসী আটকে রেখেছে। পরে এলাকায় পৌঁছে পুলিশে খবর দেওয়া হয়।” পাথরভাঙা কারখানাটির এক গাড়ি চালক সাকুল শেখ বলেন, “আমরা পাঁচ জন শ্রমিক অফিস ঘরে ঘুমোচ্ছিলাম। রাত ২টো নাগাদ চার জন আমাদের অফিস ঘরের দরজায় ধাক্কা মেরে জানায়, গাড়ির চালান ভুল হয়েছে। ঠিক করে দিতে হবে। তখন ওদের আমি বলি, এখন মালিক নেই। সকালে ঠিক করে দেওয়া হবে। কিছুক্ষণ পরে ডাম্পারের ব্যাটারি খুলে নেওয়ার আওয়াজ পাই। কী হচ্ছে ওদের আমরা বাইরে গিয়ে তাদের জিজ্ঞাসা করতেই ওরা প্রথমে পালিয়ে যায়। পরে ওরা অফিস ঘরে হানা দেয়। প্রত্যেকের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।” তিনি জানান, ওরা প্রথমে তাঁদের ছুরি দেখিয়ে পাঁচ হাজার টাকা কেড়ে নেয়। ক্যাশ বাক্স থেকে পঁচিশ হাজার টাকা বের করে নেয়। এর পর দুষ্কৃতীরা অফিস ঘরের টিভি খুলে নেয়, মোবাইল ফোন কেড়ে নেয়। চিৎকার করতে করতে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসতেই দু’জন বাইক নিয়ে চম্পট দেয়। অন্য দু’জন আর একটি বাইকে করে পালানোর চেষ্টা করতেই বাসিন্দারা তাদের ধরে ফেলেন।

Advertisement

দুর্ঘটনায় মৃত্যু। মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাট থানার সুরুচুয়া মোড় লাগোয়া এলাকায়। মৃতের নাম ভক্তা মুর্মু (৩৪)। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার ধানগড়া গ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন