Upper Primary Job Aspirants

উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিং কবে, প্রশ্ন

এসএসসি সূত্রের খবর, প্রথম পর্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত ৮৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। প্রথম কাউন্সেলিংয়ে ১০২৫ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন। ৯৪ জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি।

Advertisement

আর্যভট্ট খান

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ০৫:৫৬
Share:

বিকাশ ভবন। —ফাইল চিত্র।

প্রথম কাউন্সেলিং শেষ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় এক মাস। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম সেই কাউন্সেলিং হওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ঘোষণা করেছিল, দ্বিতীয় কাউন্সেলিং খুব দ্রুত শুরু হবে। অভিযোগ, এক মাস কেটে গেলেও তা নিয়ে হেলদোল নেই এসএসসি-র।

Advertisement

এসএসসি সূত্রের খবর, প্রথম পর্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত ৮৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। প্রথম কাউন্সেলিংয়ে ১০২৫ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন। ৯৪ জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি। ফলে এই সব সৃষ্টি হওয়া শূন্যপদগুলোর জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে সব মিলিয়ে দুই হাজারেরও বেশি প্রার্থীর ডাক পাওয়ার কথা।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনের কর্তারা প্রথম কাউন্সেলিংয়ের শেষে ২ ডিসেম্বর জানিয়েছিলেন, দ্বিতীয় কাউন্সেলিং কবে শুরু হবে তা সাত দিনের মধ্যে নোটিস দিয়ে জানানো হবে। এখনও সেই নোটিস
দেওয়া হল না। নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে কলকাতা হাই কোর্টে, তার পরবর্তী শুনানির তারিখ ৯ জানুয়ারি দুপুর ২টোয় রয়েছে। আমাদের দাবি, তার আগেই দ্বিতীয় কাউন্সেলিং শেষ করতে হবে।’’

Advertisement

যদিও আগামী ৯ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ করার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন এসএসসি কর্তারা। এসএসসি-র এক কর্তা বলেন, ‘‘আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করা যাবে । তবে নির্দিষ্ট কোনও তারিখের কথা এখনও কিছু ঠিক হয়নি।।’’

মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান চলছে। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর পরে দশ বছর কেটে গিয়েছে। এখনও নিয়োগ হয়নি। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া আর কত দিনে শেষ হবে, বছরের শুরুতে ফের একই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন