Train Blockade

উত্তর রাধানগর স্টেশনে প্রায় দু’ঘণ্টা পরে উঠল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

যাত্রীদের অভিযোগ, সম্প্রতি ট্রেনে সাধারণ কামরার সংখ্যা কমিয়ে সেখানে অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয়েছে। অথচ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়নি কিংবা ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৯:২৬
Share:

শিয়ালদহ দক্ষিণ শাখায় চলছে ট্রেন অবরোধ। বৃহস্পতিবার সকালে। —নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার ফের ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে। সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উত্তর রাধানগর স্টেশনে স্থানীয় যাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে শিয়ালদহের দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দিনের শুরুতেই এই ঘটনায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষত অফিসযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা।

Advertisement

যাত্রীদের অভিযোগ, সম্প্রতি ট্রেনে সাধারণ কামরার সংখ্যা কমিয়ে সেখানে অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয়েছে। অথচ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়নি কিংবা ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়নি। এর ফলে প্রতি দিন ট্রেনে ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অনেকে উঠে দাঁড়ানোর জায়গাও পাচ্ছেন না। সকাল থেকে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি লেগেই রয়েছে।

এক বিক্ষোভকারীর কথায়, “আমরা মহিলা যাত্রীদের জন্য আলাদা কম্পার্টমেন্টের বিরুদ্ধে নই। কিন্তু সেটা সাধারণ কামরার সংখ্যা কমিয়ে হলে আমরা তো সমস্যায় পড়বই। প্রতি দিন অফিস যেতে এবং ফিরতে যে দুর্ভোগের মুখে পড়তে হয়, তা আর সহ্য হচ্ছে না।”

Advertisement

একই দাবিতে বুধবারও দক্ষিণ বারাসাত, মথুরাপুর-সহ একাধিক স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার আবার রেল অবরোধের পথে হাঁটেন নিত্যযাত্রীদের একাংশ।

রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে যাত্রীরা জানিয়েছেন, যত দিন না যাত্রীদের দাবিদাওয়ায় সাড়া দেওয়া হচ্ছে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন, তা সময়ই বলবে। তবে দিনের পর দিন রেল অবরোধে সাধারণ মানুষ যে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement