Additional Trains

ছট পুজোর জন্য হাওড়া থেকে অতিরিক্ত ট্রেন চালাচ্ছে রেল, শুরু রাজনৈতিক তরজা

প্রতি বছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশ্যাল ট্রেন চালানো হয়। এ বারও তার ব্যতিক্রম নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন, যাতে যাত্রীরা তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছোতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক ‘গিমিক’।

Advertisement

প্রতি বছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশ্যাল ট্রেন চালানো হয়। এ বারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন ছাড়া হচ্ছে। শুধু তা-ই নয়, হাওড়া স্টেশনে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দু’টি স্পেশ্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলিকে বলা হচ্ছে ‘হোল্ডিং এরিয়া’। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন, ‘‘ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকেন, তবে তাঁদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য তৈরি ক্যাম্পে বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement