থাকছে বর্ষা, ভারী বৃষ্টির আশঙ্কা আজ

দক্ষিণবঙ্গের জন্য দিল্লির মৌসম ভবনের তৈরি নির্ঘণ্ট অনুযায়ী ৮ অক্টোবর নাগাদ বর্ষার বিদায় নেওয়ার কথা। কিন্তু গত দেড় দশকে বর্ষার বিদায়কাল পিছোতে পিছোতে এখন নভেম্বরের গোড়ায় চলে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০২:৫৪
Share:

মেঘলা: বৃষ্টি নামার আগে। রবিবার খিদিরপুরে। ছবি: বিশ্বনাথ বণিক।

দু’টি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখার ত্র্যহস্পর্শে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। এর জেরে ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে।

Advertisement

দক্ষিণবঙ্গের জন্য দিল্লির মৌসম ভবনের তৈরি নির্ঘণ্ট অনুযায়ী ৮ অক্টোবর নাগাদ বর্ষার বিদায় নেওয়ার কথা। কিন্তু গত দেড় দশকে বর্ষার বিদায়কাল পিছোতে পিছোতে এখন নভেম্বরের গোড়ায় চলে গিয়েছে। সমুদ্রের তাপমাত্রার নামা-ওঠায় ঘনঘন বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এখন বঙ্গোপসাগর এবং আরব সাগরে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। একটি রয়েছে দক্ষিণ ওডিশা উপকূলে। একটি রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। তৃতীয়টি রয়েছে আরব সাগরে, কর্নাটক উপকূলে। বঙ্গোপসাগর এবং আরব সাগরের দু’টি ঘূর্ণাবর্তের টানাপড়েনে কর্নাটক এবং ওড়িশার মধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই মধ্য ভারত এবং পূর্ব ভারতে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে।

মৌসম ভবন জানাচ্ছে, আজ, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা, অসম, মেঘালয় এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কমলেও বর্ষা এখনই বিদায় নিচ্ছে না বলে জানিয়েছেন আবহবিদেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন