সিবিআই কর্তা শহরে কেন, জল্পনা তুঙ্গে

এ দিকে, সারদা মামলায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আইনজীবী স্ত্রী, নলিনী চিদম্বরমকে নতুন করে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৩:৫৭
Share:

রাকেশ আস্থানা

সারদা, রোজ ভ্যালি এবং নারদ কাণ্ডে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় আসছেন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা। সিবিআই সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কলকাতায় এসে পৌঁছে বুধবার তদন্তকারীদের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Advertisement

সিবিআইয়ের এক কর্তার কথায়, অগস্ট মাসের শেষ সপ্তাহে নারদ তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকার্টে পেশ করার কথা। আদালতে গ্রহণযোগ্য কী কী তথ্যপ্রমাণ এখন সিবিআইয়ের হাতে রয়েছে, তার প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে— বিশেষ ডিরেক্টরের সঙ্গে সে সব বিষয় নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর।

এ দিকে, সারদা মামলায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আইনজীবী স্ত্রী, নলিনী চিদম্বরমকে নতুন করে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি অফিসে আগামী ২০ জুন তাঁকে হাজির থাকতে বলা হয়েছে। এর আগেও নলিনীকে বেশ কয়েকবার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু, কোনওবারই তিনি আসেননি।

Advertisement

আরও পড়ুন: মৃতদের বাড়ি যেতে ‘ভয়’ পাচ্ছেন অমিত: পার্থ

রাকেশ আস্থানা এত দিন দিল্লিতে বসেই সারদা, রোজ ভ্যালি এবং নারদ তদন্তের অগ্রগতি দেখভাল করতেন। এ বার তাঁর কলকাতা আসাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি ওই তিনটি মামলা নিয়ে দিল্লিতে সিবিআই সদর দফতরে একটি বৈঠক হয়। সিবিআইয়ের কর্তাদের কথায়, ওই তিনটি মামলাই তদন্তে বহু প্রভাবশালীর নাম উঠে এসেছে। কিন্তু তাঁদের বিঁধতে গেলে আদালতগ্রাহ্য তথ্যপ্রমাণ প্রয়োজন। তেমন প্রমাণ তদন্তকারীদের হাতে আছে কি না, এ বারের কলকাতা সফরে আস্থানা সেটাই খতিয়ে দেখবেন বলে সিবিআই সূত্রের খবর। পাশাপাশি, তদন্তের আকার বড় করতে প্রয়োজনীয় পরিকাঠামোর বিস্তার নিয়েও আলোচনা করবেন বিশেষ অধিকর্তা।

আস্থানার সফর নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহলও। এ দিন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, প্রতি বার নির্বাচনের আগে সিবিআইয়ের তৎপরতা শুরু হয়। পুরোটাই রাজনৈতিক। এ বারেও সামনে ২০১৯ সালে লোকসভা নির্বাচন। তার আগে সিবিআই আবার উঠে পড়ে লেগেছে।

বিজেপি রাজ্য সভাপতি অবশ্য বলেন, ভোটের অঙ্ক তৃণমূলের মাথায় রয়েছে, বিজেপির নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন