Mamata Banerjee

এই রমজানে ঘরে বসেই প্রার্থনা করুন: শুভেচ্ছাবার্তায় আবেদন মমতার

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘সবাইকে রমজান মুবারক! এই পবিত্র মাস হল আত্মমন্থন এবং পুনর্নবীকরণের সময়। যাঁরা এক মাস ধরে উপবাস করবেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’

Advertisement

নিজস্ব সংবদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৮:৪৫
Share:

রাজ্যবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

রমজানের শুভেচ্ছা, সঙ্গে ঘরে থাকার আবেদনও। জননিরাপত্তার স্বার্থে এ বারের রমজানে ঘরে থেকেই প্রার্থনা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

করোনাভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। শুধু ভারত নয়, আরও অনেক দেশই লকডাউনে যেতে বাধ্য হয়েছে। এই লকডাউন কবে উঠবে, নিশ্চিত নন কেউই। কিন্তু সে সবের মাঝেই এসেছে রমজান মাস। আর এ বার যে হেতু পরিস্থিতি স্বাভাবিক নয়, সে হেতু রমজানে জমায়েত এড়িয়ে চলার পরামর্শই পরোক্ষ ভাবে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুক্রবার সকালেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘সবাইকে রমজান মুবারক! এই পবিত্র মাস হল আত্মমন্থন এবং পুনর্নবীকরণের সময়। যাঁরা এক মাস ধরে উপবাস করবেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’

Advertisement

তবে শুভেচ্ছাবার্তা এটুকুতেই শেষ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘জননিরাপত্তার স্বার্থে, একটা স্বাস্থ্যকর, ভাইরাস-মুক্ত সমাজ নিশ্চিত করার স্বার্থে, আমার বিনীত আবেদন যে, এ বছর আমরা ঘরে বসেই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।’’

আরও পড়ুন: বিশ্রী ব্যর্থতা ঢাকার জন্যই আপনার এত কৌশল: ফের তীব্র আক্রমণে ধনখড়

দেশে লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া শুরু করেছিল প্রশাসন। ফলে স্কুল-কলেজে একে একে ছুটি ঘোষণা করা হচ্ছিল, হস্টেল খালি করে দেওয়া হচ্ছিল। মন্দির, মসজিদ-সহ সব ধর্মস্থানে জমায়েত না করার অনুরোধও প্রশাসনের তরফ থেকে করা হচ্ছিল। লকডাউন ঘোষিত হওয়ার পর থেকে সে সব বিধিনিষেধ আরও কঠোর ভাবে রূপায়ণের চেষ্টা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় নিজেই যাচ্ছেন এবং মাইক্রোফোন হাতে তুলে নিয়ে এলাকাবাসীকে ঘরে থাকা এবং লকডাউনের নিয়মকানুন ঠিক মতো মেনে চলার আবেদন জানাচ্ছেন। এ বার রমজানের শুভেচ্ছা জানাতে যে টুইট করলেন, তাতেও ঘরে থাকার বার্তা জুড়ে দিলেন তিনি।

আরও পড়ুন: প্রতিনিধি পাঠাল রাজ্য, হাওড়া পরিদর্শনে কেন্দ্রীয় দল

রমজান মাসে রোজ সন্ধ্যা নাগাদ ইফতারের আয়োজন হয়। যাঁরা রোজা রাখেন, তাঁরা সারা দিনের উপবাস ভেঙে খাওয়াদাওয়া সেরে নেন ওই সময়ে। ইফতার উপলক্ষে বিভিন্ন এলাকায় জমায়েত দেখা যায়। তা ছাড়া তারাবি নমাজ উপলক্ষেও জমায়েত হয় মসজিদে মসজিদে। এ বার সেই সব জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শুভেচ্ছাবার্তায় ঘরে থেকে প্রার্থনা করার আহ্বানই জানালেন।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আসুন এই পবিত্র মাসে আমরা পরস্পরকে প্রতিশ্রুতি দিই, অতিমারির বিরুদ্ধে লড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকব এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদা রক্ষা করব।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন