ত্রাণে রামকৃষ্ণ মিশন

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালে ত্রাণের কাজ শুরু করেছে রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠ সূত্রে খবর, ভূমিকম্পের পর মঠ ও মিশনের কাঠমান্ডু শাখা থেকে প্রায় ৭৫০ দুর্গতকে রান্না করা খাবার বিলি করা হয়েছে। পাশাপাশি থানকোটে অনাথ শিশুদের আশ্রম, সাকো, শঙ্করপুর নগরপালিকা, লিওয়ালি, ভক্তপুর-সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রান্না করা ও শুকনো খাবার, জল পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:৫১
Share:

ভূমিকম্প-বিধ্বস্ত নেপালে ত্রাণের কাজ শুরু করেছে রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠ সূত্রে খবর, ভূমিকম্পের পর মঠ ও মিশনের কাঠমান্ডু শাখা থেকে প্রায় ৭৫০ দুর্গতকে রান্না করা খাবার বিলি করা হয়েছে। পাশাপাশি থানকোটে অনাথ শিশুদের আশ্রম, সাকো, শঙ্করপুর নগরপালিকা, লিওয়ালি, ভক্তপুর-সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় রান্না করা ও শুকনো খাবার, জল পাঠানো হয়েছে। শুক্রবার নেপালের কনসাল জেনারেল চন্দ্রকুমার ঘিমিরে বেলুড় মঠে এসে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দের সঙ্গে দেখা করে ত্রাণের কাজ নিয়ে কথা বলেছেন। অন্য দিকে, আনন্দমার্গ সংগঠনের তরফেও নেপালে ত্রাণকার্য ও দুর্গতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement