Rampurhat Violence

Rampurhat Clash: রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী, একযোগে কাজ করছে বিজেপি- সিবিআই, তোপ কুণালের

কুণালের অভিযোগ, বিজেপি এই ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছে। তাতে হাত মেলাচ্ছে সিপিএম, কংগ্রেসও। বলেন, ‘‘বিজেপি ও সিবিআই একযোগে কাজ করছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৫:৩৬
Share:

বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করছেন। তদন্ত প্রভাবিত করার প্রশ্নই ওঠে না। বগটুই-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় তদন্ত প্রভাবিত হবে বলে বিজেপি-সহ বিরোধীদের অভিযোগের জবাব দিলেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, সিবিআই ও বিজেপি একযোগে কাজ করছে।

বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে রাজ্য তোলপাড়। মুখ্যমন্ত্রী অকুস্থলে দাঁড়িয়ে দোষীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ, সে দিন মুখ্যমন্ত্রীর ভূমিকায় তদন্ত প্রভাবিত হবে। এর পর কলকাতা হাই কোর্ট বগটুইয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে। তবুও অভিযোগ থেকে পিছু হঠেনি বিরোধীরা। এ বার বিরোধীদের জবাব দিল তৃণমূল। রবিবার মুখপাত্র কুণাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নয়, বিজেপি-ই তদন্ত প্রভাবিত করছে। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীরা কঠোর শাস্তি পাবে। তাদের যেন উপযুক্ত ধারা দেওয়া হয়। তার সঙ্গে তদন্তে প্রভাবের কী সম্পর্ক? যে কোনও নিরপেক্ষ সুস্থ প্রশাসক, পুলিশমন্ত্রী, তিনি তো এই কথাই বলবেন।’’ এর পরই সরাসরি বিরোধীদের নিশানা করে কুণাল বলেন, ‘‘কোথাও কোনও অঘটন ঘটেছে, এই ধরনের মর্মান্তিক, পৈশাচিক ঘটনা ঘটেছে, গণহত্যা ঘটেছে, আর সেই ঘটনাস্থলে মানুষের পাশে দাঁড়িয়ে নেই মুখ্যমন্ত্রী, একটা ছবি দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এক জনেরও ছবি দেখাতে পারবেন না। নন্দীগ্রামে মমতা ছিলেন, রামপুরহাটেও মমতা-ই আছেন। সে দিন নন্দীগ্রামে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন না। এখানে কিন্তু বিমান বসু, মহম্মদ সেলিম রামপুরহাটে গিয়েছিলেন। বাম আমলে একের পর এক গণহত্যা হয়েছে, কোথাও তৎকালীন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেননি। গুজরাতে দাঙ্গা হয়েছে, এত মানুষ মারা গিয়েছেন, অটলবিহারী বাজপেয়ীকে শেখাতে হয়েছে নরেন্দ্র মোদীকে। বলতে হয়েছে রাজধর্ম পালন করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাতে হয় না।’’

Advertisement

কুণাল বলেন, ‘‘সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের সমালোচনা করার অধিকার নেই। সিপিএম, বিজেপি, কংগ্রেস— তারা তৃণমূলের দিকে আঙুল তোলার আগে একটা ছবি দেখাক, যেখানে তাদের জমানায় এরকম কোনও অনভিপ্রেত, পৈশাচিক ঘটনার পরে মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করছেন।’’

কুণালের অভিযোগ, বিজেপি লাভের লোভে এই ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। তাতে হাত মেলাচ্ছে সিপিএম, কংগ্রেসও। এই প্রসঙ্গেই কুণাল বলেন, ‘‘বিজেপি ও সিবিআই একযোগে কাজ করছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন