Rathayatra

রথযাত্রা নিয়ে মুকুল, জয়প্রকাশের সঙ্গেই আলোচনায় বসতে হচ্ছে রাজ্য প্রশাসনকে

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় নির্ধারিত ওই বৈঠকে থাকছেন মুকুল, জয়প্রকাশ এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এ দিকে রাজ্যের তরফে আলোচনায় থাকার কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ২১:০৩
Share:

বিজেপির রথযাত্রার বাস। নিজস্ব চিত্র।

ফৌজদারি মামলা রয়েছে, এই অভিযোগ তুলে রথযাত্রা নিয়ে বিজেপি নেতা মুকুল রায় এবং জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে বৈঠকে বসতে নারাজ ছিল রাজ্য। তা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণও করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

Advertisement

শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে সেই তিন প্রতিনিধির সঙ্গেই বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় নির্ধারিত ওই বৈঠকে থাকছেন মুকুল, জয়প্রকাশ এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এ দিকে রাজ্যের তরফে আলোচনায় থাকার কথা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র।

ওই দিন স্পষ্ট হয়ে যাবে, রথযাত্রা কবে, কী ভাবে বেরোবে। বিজেপি নেতা মুকুল রায় বলেন, “আমি বৈঠকে থাকব। নিশ্চয়ই সমাধান সূ্ত্র বেরিয়ে আসবে।”

Advertisement

একই বক্তব্য বিজেপি নেতা জয়প্রকাশেরও। তিনি বলেন, “আদালতের নির্দেশের পর প্রশাসন বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে। এটা স্বাভাবিক নিয়মেই হওয়ার কথা ছিল। দুঃখের বিষয় এর জন্য আমাদের আদালতের নির্দেশ নিয়ে আসতে হল। গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার জন্য অন্য রাজ্যে এ ভাবে কোর্টে দৌড়তে হয় না। আমাদের রাজ্যে হয়। এই কারণেই আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করছি।’’

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি প্রয়াত

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দেন, বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের বৈঠকে বসে সমস্যা মিটিয়ে ফেলতে হবে। রথযাত্রা সংক্রান্ত খুঁটিনাটি আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা কী ভাবে করা যায় তা-ও স্থির করার নির্দেশ দেন তিনি।

এর পরই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য বিজেপি তিন প্রতিনিধির নাম পাঠিয়েছিল। সেই প্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, এই অভিযোগ তুলে প্রশাসন বৈঠকে বসতে গররাজি ছিলে। এ নিয়ে আদালতেও জানানো হয়।

সোমবার বিচারপতি এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘‘দেশের কোন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই! তা ছাড়া আপনাদের ডিজি, আইজি-দের বিরুদ্ধেও তো অনেক মামলা রয়েছে। এতে বৈঠকে বাধা কোথায়?’’

আরও পড়ুন: শীতের শুরুতেই আটকে গেল উত্তুরে হাওয়া, গরম বাড়বে কলকাতায়

এর পরই বুধবার স্বরাষ্ট্র দফতর থেকে বিজেপি-র কাছে বৈঠকে বসার জন্য চিঠি পাঠানো হয়।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement