নথি নেই, মদনের জামিনের শুনানি স্থগিত

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতারের পর থেকেই দফায় দফায় চিকিৎসা চলছে তাঁর। এবং সেই চিকিৎসা হচ্ছে রাজ্যের সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএমে। অথচ সেই হাসপাতালে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টের প্রতিলিপি হাতে পাননি সিবিআই-এর আইনজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ০২:৫৯
Share:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতারের পর থেকেই দফায় দফায় চিকিৎসা চলছে তাঁর। এবং সেই চিকিৎসা হচ্ছে রাজ্যের সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএমে। অথচ সেই হাসপাতালে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টের প্রতিলিপি হাতে পাননি সিবিআই-এর আইনজীবীরা। তদন্তকারী সংস্থার কোঁসুলি সেই চিকিৎসা-নথি হাতে না-পাওয়ায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মন্ত্রীর জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে গেল। সেই শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সারদা মামলায় অভিযুক্তদের মধ্যে প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার, ব্যবসায়ী সৃঞ্জয় বসু, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত ওরফে নিতু সরকার-সহ অনেকেই ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। কেউ নিম্ন আদালতে। কেউ বা হাইকোর্ট থেকে। মঙ্গলবার মদনবাবুর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টের বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই অনুযায়ী এ দিন ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠেও। ক্রীড়ামন্ত্রীর আইনজীবী শেখর বসু ও মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, এসএসকেএম-কর্তৃপক্ষ তাঁদের মক্কেলের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠিয়ে দিয়েছেন। ওই আদালত থেকে চিকিৎসা সংক্রান্ত সব নথির প্রত্যয়িত প্রতিলিপি তুলেছেন তাঁরা। জামিনের আবেদনের পক্ষে সওয়াল করতে তাঁরা সব দিক থেকে প্রস্তুত।

কিন্তু সিবিআই-এর আইনজীবী কে রাঘবচারিয়ালু ও আসরাফ আলি আদালতে জানিয়ে দেন, মদনবাবুর চিকিৎসা সংক্রান্ত নথির প্রত্যয়িত প্রতিলিপি তাঁরা এখনও হাতে পাননি। সেই নথি সম্পর্কে তদন্তকারীদের কী বক্তব্য, তা তাঁরা এখনও জানেনই না। তাই তাঁরা এই সপ্তাহে ওই মামলার শুনানিতে সওয়াল করতে চান না।

Advertisement

সিবিআই-এর আইনজীবীদের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চায়, কবে তাঁরা সওয়াল করতে পারবেন। সিবিআই-এর আইনজীবীরা জানান, আগামী সপ্তাহে। মদনবাবুর আইনজীবীরা তাতে কোনও আপত্তি জানাননি। দু’পক্ষ রাজি হয়ে যাওয়ায় ডিভিশন বে়ঞ্চ জানায়, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement