Local Train Cancel in Sealdah Division

দমদমে সাত ঘণ্টা পাওয়ার ব্লক! শনি ও রবিবার শিয়ালদহ বিভাগে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে পরের দিন রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ বিভাগে বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। ২১ জুন (শনিবার) রাত থেকে ২২ জুন (রবিবার) টানা সাত ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে দমদম স্টেশনের ডাউন মেন লাইনে!

Advertisement

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে পরের দিন রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে বনগাঁ এবং ডানকুনি শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কিছু ট্রেনের রুট এবং সূচিও বদল করার কথা জানিয়েছে রেল।

কোন কোন ট্রেন বাতিল থাকছে? পূর্ব রেলের দেওয়া তালিকা অনুযায়ী, শনিবার রাতে দু’জোড়া আপ এবং ডাউন বনগাঁ লোকাল, দু’জোড়া আপ এবং ডাউন ডানকুনি লোকাল এবং এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে। আর রবিবার সকালে তিন জোড়া ডানকুনি লোকাল, আপ-ডাউন মিলিয়ে দু’জোড়া বনগাঁ লোকাল এক জোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকাল বাতিলের কথা জানানো হয়েছে। এ ছাড়াও, রবিবার একটি আপ শিয়ালদহ-বারাসত লোকাল, এক জোড়া আপ এবং ডাউন হাবড়া লোকাল, এক জোড়া করে নৈহাটি, দত্তপুকুর এবং কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে রবিবার সকালে।

Advertisement

দমদমে পাওয়ার ব্লকের কারণে পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সূচিতে বদল করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ট্রেনটি পুরী থেকে ছাড়ার কথা ছিল। তবে সেই ট্রেনটির ছাড়ার সময় আড়াই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথও। সেই তালিকায় রয়েছে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং দার্জিলিং মেল। ডানকুনি-শিয়ালদহ রুটের পরিবর্তে ট্রেন দু’টি ব্যান্ডল-নৈহাটি-শিয়ালদহ রুট দিয়ে যাবে। পাশাপাশি, রবিবার সকালের ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকালটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে এবং ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকালটি ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement