Junior Doctor

এপ্রিল থেকেই বেতন বৃদ্ধি জুনিয়র ডাক্তারদের, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য ভবন

গত মাসে আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২২:২১
Share:

এপ্রিল মাস থেকেই রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধি পাচ্ছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন জানিয়ে দিল, আগামী ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধির ওই নির্দেশ কার্যকর হবে।

Advertisement

সরকারি হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এর আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা। এ ছাড়া সরকারি হাসপাতালের ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে।

গত মাসে আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ বার সেই ঘোষণা কার্যকর করা হল।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, পিজি ডিপ্লোমা রয়েছে, এমন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা ১ এপ্রিল থেকে প্রতি মাসে ৮০ হাজার টাকা করে পাবেন। পিজি ডিগ্রি রয়েছে এমন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা ১ এপ্রিল থেকে মাসে পাবেন ৮৫ হাজার টাকা। আগামী মাস থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি রয়েছে এমন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা প্রতি মাসে পাবেন ১ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement