জুহির পাশে রূপা

একটি হোম থেকে শিশু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন বিজেপি নেত্রী জুহি চৌধুরীর পাশে দাঁড়ালেন রূপা গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘একটা ছোট মেয়ে, তার উপরে নির্যাতন করা হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১২:৫৫
Share:

ফাইল চিত্র।

একটি হোম থেকে শিশু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন বিজেপি নেত্রী জুহি চৌধুরীর পাশে দাঁড়ালেন রূপা গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘একটা ছোট মেয়ে, তার উপরে নির্যাতন করা হচ্ছে।’’ জুহির সঙ্গে রূপার ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই উঠেছিল। সে প্রসঙ্গ টেনে রূপা বলেন, ‘‘আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা হচ্ছে। আসলে ভয় দেখানো হচ্ছে। বোঝানো হচ্ছে, রূপা পাশে থাকলে এ ভাবে শাস্তি দেওয়া হবে।’’ তার মধ্যেই বুধবার পাচার কাণ্ডে অভিযুক্ত সাত জনকে ফের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত৷ আদালত সূত্রের খবর, ছুটির দিন থাকায় এ দিন ওই সাতজনের জামিনের আবেদন জমা পড়েনি৷ সরকার পক্ষের আইনজীবী সিন্ধুকুমার রায় জানান, এই অবস্থায় আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ ২৩ মে ফের তাদের হাজির করানো হবে৷ ছুটির দিনে আদালতের দিন পড়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রূপা। সিআইডি সূত্রের খবর, খুব শীঘ্রই হয়তো এই মামলায় আদালতে চার্জশিট পেশ করা হতে পারে৷ এক আধিকারিক জানান, চন্দনা গ্রেফতারের ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ করতে চাইছেন তাঁরা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন