নয়া জামিন নামঞ্জুর, ফের জেলে লগ্নিকর্তা

বাবার শেষকৃত্য ও শ্রাদ্ধে হাজির থাকার জন্য অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অন্তর্বর্তী জামিনের শর্তাবলি অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে দাবি করে বুধবার তিনি নিম্ন আদালতে ফের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত এ দিন তাঁর আবেদন নাকচ করে তাঁকে আবার জেল-হাজতেই পাঠিয়েছে। নগর দায়রা আদালতের নির্দেশ, ৫ মে পর্যন্ত জেল-হাজতে থাকতে হবে গৌতমকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০৪:৩৪
Share:

কলকাতার নগর দায়রা আদালতে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। বুধবার রণজিৎ নন্দীর ছবি।

বাবার শেষকৃত্য ও শ্রাদ্ধে হাজির থাকার জন্য অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অন্তর্বর্তী জামিনের শর্তাবলি অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে দাবি করে বুধবার তিনি নিম্ন আদালতে ফের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত এ দিন তাঁর আবেদন নাকচ করে তাঁকে আবার জেল-হাজতেই পাঠিয়েছে। নগর দায়রা আদালতের নির্দেশ, ৫ মে পর্যন্ত জেল-হাজতে থাকতে হবে গৌতমকে।

Advertisement

‘মানি লন্ডারিং’ বা টাকা পাচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ২৫ মার্চ গৌতমকে গ্রেফতার করে। তাঁর বাবা ৬ এপ্রিল সকালে মারা যান। বাবার অন্ত্যেষ্টির জন্য হাইকোর্ট ৮ এপ্রিল রোজ ভ্যালি-কর্ণধারকে ১৪ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। নগর দায়রা আদালত নির্দেশ দিয়েছিল, সেই জামিনের মেয়াদ ফুরোনোর পরে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী এ দিন বেলা ২টো নাগাদ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন গৌতম।

ওই অভিযুক্তের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বিচারক গোপাল কর্মকারের আদালতে দাবি করেন, তাঁর মক্কেল অন্তর্বর্তী জামিনের সব শর্তই পূরণ করেছেন এবং ওই জামিনে থাকাকালে অভিযুক্তের আচরণ সন্তোষজনক ছিল। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিটও পেশ করা হয়েছে। এর পরে অভিযুক্তকে জামিন না-দেওয়ার কারণ থাকতে পারে না। অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করা হোক।

Advertisement

জামিনের বিরোধিতা করে ইডি-র আইনজীবী অভিজিৎ ভদ্র আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চার্জশিট পেশ হলেও তদন্তের কাজ শেষ হয়নি। অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন। বিচারক আর্জি খারিজ করে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন