Abhishek Banerjee

Rujira Banerjee: সশরীরে হাজিরায় আপত্তি, পটিয়ালা হাউস কোর্টের রায়কে চ্যালেঞ্জ, দিল্লি হাই কোর্টে রুজিরা

৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৩:৩৮
Share:

রুজিরা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

কয়লা মামলায় সপ্তমীর দিন দিল্লির আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ জারি হয়েছিল। এ বার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।

৩০ সেপ্টেম্বর দিল্লির পটিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, কয়লা মামলায় আগামী ১২ অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক-জায়াকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়ে তাঁর অভিযোগ, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক।

Advertisement

৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। অনলাইনে থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি। রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন, করোনা আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

৩০ তারিখের শুনানিতেও এই প্রসঙ্গ ওঠে। রুজিরা আদালতের সামনেও একই কথা জানান। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এবং রুজিরাকে সশরীরে হাজির থাকার নির্দেশ জারি করেন। পটিয়ালা হাউস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন রুজিরার আইনজীবী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন