কৃষক পেনশনের দাবি গ্রামীণ ধর্মঘটে

সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের কথায়, ‘‘স্বাধীনতার পরে গ্রামীণ অর্থনীতির এত গভীর সঙ্কট ভারতের জনগণ কখনও দেখেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৬
Share:

সূর্যকান্ত মিশ্র।

কৃষক ও মজুরদের জন্য চাই ১০ হাজার টাকা পেনশনের ব্যবস্থা। গ্রামে ১০০ দিনের কাজের পরিধি বাড়িয়ে ২০ দিনের কাজ এবং ৬০০ টাকা মজুরিরও দাবি আছে। কৃষক, ক্ষেতমজুরদের এই দাবিদাওয়া সামনে রেখে আগামী ৮ জানুয়ারি গ্রামীণ ভারত ধর্মঘটে যাচ্ছে বামপন্থী কৃষক সংগঠনগুলির সমন্বয় কমিটি। সে দিন শিল্প-সংক্রান্ত বিষয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। শ্রমিক ও কৃষক সংগঠন, উভয়ের কর্মসূচির মধ্যেই থাকছে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবি।

Advertisement

সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের কথায়, ‘‘স্বাধীনতার পরে গ্রামীণ অর্থনীতির এত গভীর সঙ্কট ভারতের জনগণ কখনও দেখেনি। কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ শিল্পী, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, সর্বোপরি গ্রামের বেকারদের নাভিশ্বাস উঠেছে। এ সব চাপা দিতেই কেন্দ্র এনআরসি আমদানি করেছে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সূর্যবাবুদের আহ্বান, কেন্দ্রের বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটে তৃণমূলের সরকার যেন ‘মোদীর ঢাল’ হয়ে না দাঁড়ায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন