Pallavi Dey

Pallavi Dey death mystery: পল্লবী-কাণ্ডে ছেলের দিকে সন্দেহের তির, এ বার মুখে কুলুপ আঁটলেন সাগ্নিকের বাবা

সংবাদ মাধ্যমের প্রতিনিধির প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইছেন সাগ্নিকের বাবা।হঠকারিতার বশে, রাগের মাথায় পল্লবী আত্নহত্যা করেছেন বলে দাবি তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৯:১২
Share:

অভিনেত্রীর রহস্যমৃত্যুতে উঠে আসছে একাধিক তথ্য। ফাইল চিত্র

সাগ্নিকের কি আগে বিয়ে হয়েছে, এই প্রশ্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধির তরফে আসতেই পরিচয় পেয়ে ফোন কেটে দিলেন সাগ্নিকের বাবা।
ফোন‌ে যোগাযোগ করার চেষ্টা করা হলে কিছুক্ষণ চুপ থাকেন তিনি। ফোন কেটে গেলে পরে তাঁকে আর ফোনেও পাওয়া যায়নি।
সূত্রে খবর, পল্লবীর অর্জিত অর্থ থেকেই বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে নিউটাউনের ফ্ল্যাটটি কেনেন লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। ফ্ল্যাটটি সাগ্নিক ও তাঁর বাবার নামেই ছিল। পল্লবীর পরিবার গরফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের জন্যই খুন করা হয়েছে পল্লবীকে, এমনই অভিযোগ জানিয়েছে মৃত অভিনেত্রীর পরিবার।
রবিবার সাগ্নিকের বাবা জানিয়েছিলেন, পল্লবী সহজেই মাথা গরম করে ফেলত। আত্মহত্যা করেছেন পল্লবী। হঠকারিতায় এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে দাবি করেন সাগ্নিকের বাবা। কিন্তু পল্লবীর বাবার অভিযোগ, পল্লবীর থেকে নিয়মিত অর্থসাহায্য নিতেন সাগ্নিক।
অভিনেত্রীর রহস্যমৃত্যুতে উঠে আসছে একাধিক তথ্য। সত্যিই কি তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement