কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষকের পিএইচডি বা এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানানোর পাশাপাশি ঘোষণা করেন, ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া টাকার তৃতীয় কিস্তিও অধ্যাপকদের দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:০৫
Share:

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষকের পিএইচডি বা এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানানোর পাশাপাশি ঘোষণা করেন, ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া টাকার তৃতীয় কিস্তিও অধ্যাপকদের দেওয়া হবে।

Advertisement

শিক্ষামন্ত্রী এ দিন জানিয়েছেন, যাঁরা পিএইচডি করে চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁরা পাবেন পাঁচটি ইনক্রিমেন্ট। চাকরি করতে করতে যাঁরা পিএইচডি করেছেন তাঁরা পাবেন তিনটি। আবার এমফিল করে যাঁরা চাকরি শুরু করেছিলেন তাঁরা পাবেন দু’টি। অন্য দিকে, পড়াতে পড়াতে যাঁরা এমফিল করেছেন, তাঁরা পাবেন একটি ইনক্রিমেন্ট। বিষয়টি গত ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থকে কার্যকর হবে।

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুটা) এই বেতন বৃদ্ধির বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। গত অগস্ট মাসে আদালত বকেয়া টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেয় সরকারকে। এ দিন শিক্ষামন্ত্রীর ঘোষণার পর ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই জয় আমাদের আন্দোলনের জয়।’’

Advertisement

অবশ্য শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিষয়টি বহু চর্চিত। এটি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে ইউজিসির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হল।’’

ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া টাকার ১২% কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়ার কথা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এর ফলে প্রায় ৮৭% টাকা দেওয়া হয়ে গেল। বাকি টাকা কেন্দ্র পাঠালেই দিয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন