সারদা কাণ্ড

আদালতেই আত্মহত্যার হুমকি মনোজ নাগেলের

বিচারকের সামনে আত্মহত্যার হুমকি দিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত মনোজ নাগেল। সারদা অন্যতম ডিরেক্টর মনোজ ২০১৩ সালের ১৯ এপ্রিল গ্রেফতার হন। তার পরে কাশ্মীর থেকে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। মোট ৪৪টি মামলায় মনোজের নাম ছিল। বাকিগুলিতে জামিন পেলেও শুধু শ্রীরামপুর থানার একটি মামলাতেই (নম্বর ১৫২/১৩) তাঁর জামিন হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০১:২২
Share:

বিচারকের সামনে আত্মহত্যার হুমকি দিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত মনোজ নাগেল। সারদা অন্যতম ডিরেক্টর মনোজ ২০১৩ সালের ১৯ এপ্রিল গ্রেফতার হন। তার পরে কাশ্মীর থেকে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। মোট ৪৪টি মামলায় মনোজের নাম ছিল। বাকিগুলিতে জামিন পেলেও শুধু শ্রীরামপুর থানার একটি মামলাতেই (নম্বর ১৫২/১৩) তাঁর জামিন হয়নি।

Advertisement

সোমবার ওই মামলাতেই তাঁকে শ্রীরামপুর আদালতে নচিকেতা বেরার এজলাসে তোলা হয়। এজলাসের লক আপে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে মনোজ বলতে থাকেন, ‘‘২৬ মাস হয়ে গেল, জেলে রয়েছি। বার বার জামিনের আবেদন নাকচ হয়ে যাচ্ছে। অথচ একই ধারা থাকা সত্ত্বেও অনেকে জামিন পেয়ে যাচ্ছেন।’’ তাঁর হুমকি, ‘‘আমি যদি আত্মহত্যা করি, আপনি দায়ী থাকবেন।’’ মনোজের হুমকি শুনে বিচারক জানান, মামলার চার্জশিট হয়ে গিয়েছে। জামিনের বিষয়টি আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে বিবেচনাধীন। তাই জামিন দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। এর পরে আরও ১৪ দিন মনোজকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

১৬ জুন মনোজের জামিনের শুনানি রয়েছে। সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘উনি মাঝেমধ্যেই আদালতে এসে হইচই করেন। আজ এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তাঁকে তো বুঝতে হবে, এ ক্ষেত্রে জামিন দেওয়ার এক্তিয়ার সংশ্লিষ্ট বিচারকের নেই!’’ ৪০৯ ধারা (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) সংযুক্ত থাকার জন্যই মনোজ জামিন পাচ্ছেন না বলে আইনজীবীরা মনে করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement