সারদার টাকাও তো বিদেশে, বললেন কুণাল

বিদেশে কালো টাকা পাঠানোর প্রসঙ্গে উঠে এল সারদা’র টাকার প্রসঙ্গ। আর তা শোনা গেল তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষের মুখে, সারদা-কেলেঙ্কারির জেরে দীর্ঘ দিন জেলে কাটিয়ে যিনি কয়েক দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০২:৫৪
Share:

বিদেশে কালো টাকা পাঠানোর প্রসঙ্গে উঠে এল সারদা’র টাকার প্রসঙ্গ। আর তা শোনা গেল তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষের মুখে, সারদা-কেলেঙ্কারির জেরে দীর্ঘ দিন জেলে কাটিয়ে যিনি কয়েক দিন আগে জামিনে ছাড়া পেয়েছেন।

Advertisement

সারদা সংক্রান্ত এক মামলার সূত্রে কুণাল বুধবার চন্দননগর আদালতে হাজির হয়েছিলেন। কোর্টের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সারদার টাকা যাঁরা ব্যবহার করেছেন, তাঁরাও ব্যবসার নামে ওই টাকা বিদেশে পাঠিয়েছেন। সেটাও তো ফেরত আনার চেষ্টা করা যেতে পারে!’’ ‘বিদেশ’ প্রসঙ্গে দুবাই-এর নামও নিয়েছেন কুণাল। সারদা-কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ: সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, ঠকিয়ে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুধু তা-ই নয়, প্রতারণার টাকার একটা অংশ ‘উপঢৌকন’ হিসেবে সুদীপ্তের কাছ থেকে গিয়েছে বেশ কিছু রাজনৈতিক নেতার পকেটে। নেতাদের নেওয়া সেই টাকার অনেকটা আবার বিদেশে পাঠানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। কয়েক হাজার কোটি টাকা কোথায় পাচার হল, কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তা নিয়ে তদন্ত করেছে। যদিও বিদেশে পাঠানো এমন কোনও তহবিলের হদিস পাওয়া যায়নি।

ঘটনা হল, সারদা-কাণ্ডে জড়িত অভিযোগে মমতার সরকার কুণালকে গ্রেফতার করেছিল। দিনটা ছিল ২০১৩-র ২৩ নভেম্বর। কুণাল তখন শাসকদলেরই সাংসদ। অন্য দিকে সারদা-তদন্তে নেমে সিবিআই দাবি করে, রাজ্য সরকার ও সারদার মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন কুণাল।

Advertisement

৫ অক্টোবর অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন কুণাল। এত দিন বাদে তাঁর মুখে সারদার টাকা বিদেশে পাচারের অভিযোগ শুনে বিভিন্ন মহলে নতুন করে চর্চা হয়েছে। এ দিন কালো টাকা নিয়ে কথাবার্তায় মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুণাল বলেন, ‘‘বিদেশে রাখা কালো টাকা ফিরিয়ে আনা উচিত। জালিয়াতি টাকাও উদ্ধার করা জরুরি।’’ এই সূত্রেই তিনি সারদা-অর্থের প্রসঙ্গ টানেন। এ-ও বলেন, ‘‘যাঁরা কালো টাকা রেখেছেন, অনেকেই তা সরিয়ে ফেলেছেন। তা ফিরিয়ে আনতে পারলে সারদার অনেক টাকাও ফেরত আসবে।’’ তবে কারা কত টাকা বিদেশে পাচার করেছে, সে ব্যাপারে মুখ খোলেননি তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন