দক্ষিণ দিনাজপুরের ডিআই সাসপেন্ড

শুক্রবার নারায়ণবাবু জানান, তিনি সাসপেনশনের চিঠি পেয়েছেন। এক বছর তিন মাস আগে উত্তর দিনাজপুরের ডিআই-এর দায়িত্বে ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০২:২৮
Share:

দাড়িভিট-কাণ্ডের জেরে দক্ষিণ দিনাজপুরের ডিআই (মাধ্যমিক) নারায়ণ সরকারকেও সাসপেন্ড করা হয়েছে বলে প্রশাসনের একটি সূত্রের খবর। শুক্রবার নারায়ণবাবু জানান, তিনি সাসপেনশনের চিঠি পেয়েছেন। এক বছর তিন মাস আগে উত্তর দিনাজপুরের ডিআই-এর দায়িত্বে ছিলেন তিনি। এখন তিনি দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে। শিক্ষা দফতরের একটি সূত্রে জানা গিয়েছে, দাড়িভিট কাণ্ডের জেরে উত্তর দিনাজপুর জেলার স্কুলগুলোয় শূন্যপদে শিক্ষক নিয়োগের তালিকা তৈরিতে কারচুপি এবং অনিয়ম প্রকাশ্যে আসে। যে তালিকা স্কুল সার্ভিস কমিশনে পাঠানো হয়েছিল তার সঙ্গে বাস্তবে থাকা শূন্য পদের অনেক ফারাক। নারায়ণবাবু দায়িত্বে থাকার সময়তেই ওই তালিকা তৈরি হয়েছে বলে শিক্ষা দফতরের ওই সূত্রের দাবি। অভিযোগের তির তাই জেলার পূর্বতন স্কুল পরিদর্শক নারায়ণবাবুর বিরুদ্ধেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement