মশা, মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গির ব্যাপারে সব স্কুলকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা-পড়ুয়াদের আরও বেশি করে সচেতন করতে কোমর বেঁধে নামছে শিক্ষা দফতর। সতর্কতা-বিধি মানা হচ্ছে কি না, স্কুলে স্কুলে পরিদর্শক পাঠিয়ে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গির দৌরাত্ম্য এবং তাতে স্কুলপড়ুয়াদের বিপদ নিয়ে সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলার প্রাথমিক ও মাধ্যমিক ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (ডিআই)-দের বৈঠকে সবিস্তার আলোচনা হয়। সেখানে ছিলেন স্কুলশিক্ষা দফতরের একাধিক কর্তাও। ডেঙ্গির কবল থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে আরও বেশি তৎপর হওয়ার জন্য বৈঠকে উপস্থিত শিক্ষাকর্তাদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
পার্থবাবু পরে জানান, এ দিনের বৈঠক আগে থেকেই নির্দিষ্ট ছিল। তার মধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সব স্কুলে ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করতে হবে। দফতর থেকে ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়ে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয় সব ডিআই-কে।
স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, প্রতিটি স্কুলে পরিদর্শক পাঠিয়ে হালহকিকত খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে। ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা সব স্কুলে ঠিকঠাক মানা হচ্ছে কি না, দফতরে সেই রিপোর্ট পেশের নির্দেশ দেন পার্থবাবু।
এ দিনের বৈঠকে ঠিক হয়েছে, প্রতিটি স্কুলে কত জন ছাত্রছাত্রী রয়েছে, মিড-ডে মিল প্রত্যেক পড়ুয়া পাচ্ছে কি না, তার সবিস্তার রিপোর্ট পাঠাতে হবে। তার পরে ডিআই-দের মাধ্যমে তা স্কুলশিক্ষা দফতরে পেশ করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।