৭৫টি আসনের তালিকা ঘোষণা কংগ্রেসের, তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই!

বামফ্রন্ট প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে সোমবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই ৭৫টি আসনের তালিকা নিয়ে এক পা এগোলো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বিধানসভা কেন্দ্রের নাম থাকলেও কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তালিকা প্রকাশ করার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, জোটের ব্যাপারে বামেদের সঙ্গে আলোচনা চলছে। আরও কিছুটা সময় গেলে বিষয়টা পরিষ্কার হবে। দেখে নিন কংগ্রেসের সেই তালিকা—

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৭:৫৫
Share:

বামফ্রন্ট প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে সোমবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই ৭৫টি আসনের তালিকা নিয়ে এক পা এগোলো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বিধানসভা কেন্দ্রের নাম থাকলেও কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তালিকা প্রকাশ করার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, জোটের ব্যাপারে বামেদের সঙ্গে আলোচনা চলছে। আরও কিছুটা সময় গেলে বিষয়টা পরিষ্কার হবে। দেখে নিন কংগ্রেসের সেই তালিকা—

Advertisement

কোচবিহার
সিতাই (এসসি)
তুফানগঞ্জ

আলিপুরদুয়ার
কালচিনি (এসটি)

Advertisement

জলপাইগুড়ি
নাগরাকাটা (এসটি)

দার্জিলিং
ফাঁসিদেওয়া (এসটি)
মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি)

উত্তর দিনাজপুর
ইসলামপুর
গোয়ালপোখর
কালিয়াগঞ্জ (এসসি)
রায়গঞ্জ

মালদহ
চাঁচল
রতুয়া
মালদহ (এসসি)
মোথাবাড়ি
সুজাপুর
বৈষ্ণবনগর

নদিয়া
কৃষ্ণনগর উত্তর
রানাঘাট উত্তর-পশ্চিম

উত্তর ২৪ পরগনা
বাদুড়িয়া
বসিরহাট দক্ষিণ
পানিহাটি
নোয়াপাড়া
বনগাঁ উত্তর (এসসি)
বিধাননগর

দক্ষিণ ২৪ পরগনা
ক্যানিং পশ্চিম (এসসি)
পাথরপ্রতিমা
জয়নগর

বজবজ

কলকাতা
চৌরঙ্গি
বালিগঞ্জ
রাসবিহারী
ভবানীপুর
জোড়াসাঁকো

হাওড়া
আমতা
মধ্য হাওড়া
উত্তর হাওড়া

হুগলি
চাঁপদানি
শ্রীরামপুর
সপ্তগ্রাম

পূর্ব মেদিনীপুর
মহিষাদল
ভগবানপুর
কাঁথি দক্ষিণ

পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর
সবং
ঝাড়গ্রাম

পুরুলিয়া
বলরামপুর
বাগমুণ্ডি
পুরুলিয়া
জয়পুর

বাঁকুড়া
বাঁকুড়া
বিষ্ণুপুর
কোতলপুর (এসসি)

বর্ধমান
কুলটি
আসানসোল উত্তর
কাটোয়া
পূর্বস্থলী

বীরভূম
হাসন
রামপুরহাট
নানুর (এসসি)
সাঁইথিয়া (এসসি)

মুর্শিদাবাদ
ফরাক্কা
সুতি
জঙ্গিপুর
রঘুনাথগঞ্জ
সাগরদিঘি
লালগোলা
রানিনগর
মুর্শিদাবাদ
খড়গ্রাম
বড়ঞাঁ
কান্দি
নওদা
রেজিনগর
বেলডাঙা
বহরমপুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন