Road Accident in Prayagraj

কুম্ভমেলায় গিয়ে দুর্ঘটনা, রাস্তা পারাপারের সময়ে মৃত্যু বাংলার তিন মহিলার! শোকার্ত পুরুলিয়ার গ্রাম

কুম্ভমেলায় গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিন বাসিন্দার। রবিবার আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে একটি বাসে চেপে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯
Share:

প্রয়াগরাজে এক পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার তিন মহিলার। — প্রতীকী চিত্র।

কুম্ভমেলায় গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের তিন বাসিন্দার। মৃতদের নাম জাগরী মাহাতো (৪৫), আল্পনা মাহাতো (৪৪) এবং কুন্তি মাহাতো (৬৫)। বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। মৃতেরা তিন জনেই একই পরিবারের সদস্য। পরিবার সূত্রে খবর, আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিলেন তিন মহিলা। মঙ্গলবার সকালে প্রয়াগরাজেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। দুর্ঘটনার পরে বাকিদের থেকে খবর যায় মৃত তিন মহিলার পরিবারের কাছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়ার গোপলা়ডি গ্রামে। স্বজন হারানোর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তিন পুণ্যার্থীর পরিবার।

Advertisement

পরিবার সূত্রে খবর, গত রবিবার পুরুলিয়া থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। আত্মীয়দের সঙ্গে প্রতিবেশীরাও ছিলেন ওই দলে। টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে একটি বাসে চেপে তাঁরা রওনা দেন কুম্ভমেলার উদ্দেশে। বাসে ছিলেন প্রায় ৬০ জন তীর্থযাত্রী । মঙ্গলবার ভোরে পুরুলিয়ার পুণ্যার্থীদের নিয়ে বাসটি প্রয়াগরাজে পৌঁছোয়। সেখানে একটি জায়গায় বাস থামার পরে পুণ্যার্থীরা সকলে হাতমুখ ধুচ্ছিলেন। পরিবার সূত্রে খবর, ওই সময়েই রাস্তা পারাপারের মুহূর্তে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিন মহিলার।

পুরুলিয়া জেলা পুলিশের কাছেও এ বিষয়ে তথ্য আসে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দেহগুলি কী ভাবে জেলায় ফিরিয়ে আনা হবে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement