— প্রতীকী চিত্র।
রেলওয়ে ট্র্যাক ছাড়াও আরও নানাবিধ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, রবিবার হাওড়া এবং শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। এ ছাড়াও, কয়েকটি ট্রেনের গতি নিয়ন্ত্রিত করা হবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলেও খবর। এর মধ্যে হাওড়া থেকে চারটি, ব্যান্ডেল থেকে দু’টি, বর্ধমান থেকে একটি, আরামবাগ থেকে দু’টি এবং কাটোয়া থেকে একটি লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়া, একটি হাওড়া-আরামবাগ লোকাল তারকেশ্বর থেকে চালানো হবে।
ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে আজ, রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ব্যান্ডেল, নৈহাটি, হাওড়া, বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে নৈহাটি থেকে একটি, ব্যান্ডেল থেকে দু’টি, হাওড়া থেকে একটি লোকাল ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এ ছাড়া, সেতুর রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজনে রামপুরহাট, বর্ধমান এবং তিন পাহাড় স্টেশন থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
এর পাশাপাশি, শিয়ালদহ শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের যাতায়াতের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ, রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত এই ব্যবস্থা চলবে। ধুবুলিয়া এবং মুড়াগাছা স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য দৈনিক রাত ১১টা ১৫ মিনিট থেকে রাত ৩টে ১৫ মিনিট পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় আজ, রবিবার থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। ওই কাজের জন্য ব্যান্ডেল এবং কাটোয়া শাখায় প্রতিদিন কিছু ট্রেন বাতিল থাকবে বলে খবর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে