হিন্দু স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে আলোচনা ও প্রতিবাদে এসএফআই নেতৃত্ব। — নিজস্ব চিত্র।
দু’শো বছরেরও বেশি পুরনো হিন্দু স্কুল ভুগছে শিক্ষক-সঙ্কটে, এই অভিযোগে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর কলকাতা জেলা কমিটির ডাকে কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করলেন নেতা-কর্মীরা। যোগ দিয়েছিলেন স্কুলের প্রাক্তনী, বর্তমান পড়ুয়া, অভিভাবকেরাও। এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, যে ক’জন শিক্ষক রয়েছেন, তাঁদেরও অনেককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্তের বক্তব্য, স্কুলে অঙ্কের পাঁচ জন শিক্ষকের পদ রয়েছে। দু’জনের ‘রুটিন বদলি’ হয়েছে। এক জন ইতিমধ্যেই অবসর নিয়েছেন ও আগামী বছরের গোড়ায় আরও এক জন অবসর নেবেন। ফলে, ২০২৭-এর জানুয়ারিতে স্কুলে মাত্র এক জন অঙ্কের শিক্ষক থাকবেন। ইংরেজি-সহ আরও কয়েকটি বিষয়ে এই মুহূর্তে এক জন শিক্ষক রয়েছেন। শুভ্রজিৎ বলেছেন, “শিক্ষক চেয়ে বিকাশ ভবনে জানানো হয়েছে। তাঁরা বলেছেন বিষয়টা দেখবেন।” প্রসঙ্গত, অঙ্কের শিক্ষক চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আপ্ত-সহায়ককেও চিঠি দিয়েছেন অভিভাবকদের একাংশ। এসএফআই-এর বিক্ষোভে স্কুলের পোশাক পরা কয়েক জন ছাত্রের উপস্থিতি প্রসঙ্গে প্রধান শিক্ষকের বক্তব্য, “স্কুলের পরে স্কুলের বাইরে পড়ুয়ারা কী করছে, তা জানা সম্ভব নয়।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে