Fake Product: বাজারে শালিমার নারকেল তেলের ভেজাল! সতর্ক করল প্রস্তুতকারী সংস্থা

শালিমার সংস্থার নাম ব্যবহার করে ভেজাল তেল তৈরিতে অভিযুক্ত বরানগরের একাধিক ব্যবসায়ী। চক্র ধরতে সম্প্রতি অভিযান চালায় ব্যারাকপুর কমিশনারেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১২:২৬
Share:

শালিমারের ‘সিল্ক কোকোনাট অয়েল’ নামে বিক্রি করা হচ্ছিল ভেজাল তেল।

শালিমার সংস্থার নাম ব্যবহার করে ভেজাল তেল বিক্রির অভিযোগ। অভিযুক্ত বরানগরের একাধিক ব্যবসায়ী। সম্প্রতি ওই ব্যবসায়ীদের বাড়ি এবং তেল তৈরির কারখানায় অভিযান চালায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধরা পড়ে চক্রটি।

Advertisement

শালিমার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে ওই ভেজাল তেল নিয়ে ক্রেতাদের সতর্ক করা হয়েছে। এই তেল ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে বলে অনুমান। ক্রেতাদের পাশাপাশি সতর্ক করা হয়েছে বিক্রেতাদেরও। শালিমার তাদের বিবৃতিতে জানিয়েছে, প্যারাফিনের মতো রাসায়নিকের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে যা তৈরি করেছিলেন অভিযুক্ত ব্যবসায়ীরা, তা শুধু তাদের ব্র্যান্ডের নামে তৈরি জাল বা নকল পণ্যই নয়, একই সঙ্গে মানুষের শরীরের পক্ষেও ক্ষতিকর।

এখানেই চলছিল ক্ষতিকর তেলের কারখানা।

ওই ভেজাল তেল শালিমারের ‘সিল্ক কোকোনাট অয়েল’ অথবা ‘সিল্ক’ নাম দিয়ে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি। তাদের আশঙ্কা, এই দুটি নাম ছাড়া অন্য নামেও ওই তেল বাজারজাত করা হয়ে থাকতে পারে।

Advertisement

চলছে তল্লাশি।

শুধু শালিমারের নাম ব্যবহারই নয়, ভেজাল তেল বিক্রির জন্য শালিমার নারকেল তেলের বোতলের ডিজাইন, রং এবং শালিমারের সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতীক (লোগো)-ও নকল করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই এই চক্রটি সক্রিয় ছিল বলে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement