অবশেষে শো-কজ গৌরবকে

শিক্ষক-নিগ্রহে অভিযুক্ত ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফিকে শো-কজের চিঠি পাঠালেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শো-কজের চিঠির বয়ান অনুমোদিত হয়। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, সিন্ডিকেটে অনুমোদনের পরে এ দিনই স্পিডপোস্টে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে গৌরবকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০৫:৫৯
Share:

শিক্ষক-নিগ্রহে অভিযুক্ত ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফিকে শো-কজের চিঠি পাঠালেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শো-কজের চিঠির বয়ান অনুমোদিত হয়। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, সিন্ডিকেটে অনুমোদনের পরে এ দিনই স্পিডপোস্টে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে গৌরবকে।

Advertisement

উপাচার্য বলেন, ‘‘চিঠিতে বলা হয়েছে, স্প্যানিশ সার্টিফিকেট কোর্স থেকে কেন ওই ছাত্রের নাম বাদ হবে না, তা ১৫ দিনের মধ্যে জানানো হোক।’’ তৃণমূল ছাত্র পরিষদ নেতা গৌরব ৬ ফেব্রুয়ারি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ভাস্কর দাসকে চড়থাপ্পড় মেরেছেন এবং নানা ভাবে শারীরিক নিগ্রহ করেছেন বলে অভিযোগ। ১৬ ফেব্রুয়ারি সিন্ডিকেটে বিষয়টি ওঠে। স্থির হয়, স্প্যানিশ সার্টিফিকেট কোর্সের ছাত্র গৌরবকে শো-কজ করবে বিশ্ববিদ্যালয়। এ দিন সেই বিষয়টি অনুমোদিত হয়।

তবে এরই মধ্যে, ২১ ফেব্রুয়ারি গৌরব বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিতর্কসভায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। কিন্তু উপাচার্য জানিয়েছিলেন, গৌরব এ বিষয়ে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের কোনও অনুমতি নেননি। এ দিন বিধানসভায় সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের এক মন্তব্যের উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, ‘‘কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকায় কোনও প্রতিনিধি পাঠায়নি।’’ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কসভার খবর প্রচারিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন খবরের কাগজ ও টেলিভিশনে। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবেই গৌরবের নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন