mukul roy

পিএসি-র প্রথম বৈঠক ৩০ জুলাই, মুখোমুখি হতে পারেন মুকুল-শুভেন্দু

পিএসি-র বৈঠকের পাশাপাশি, ওই দিন বিকেল তিনটেয় মুকুলের ‘দলত্যাগ’ নিয়ে শুনানি রয়েছে বিধানসভার স্পিকারের ঘরে। সেখানেও মুকুল-শুভেন্দু পরস্পরের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২১:০৭
Share:

মুকুল এবং শুভেন্দু।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র প্রথম বৈঠক আগামী ৩০ জুলাই। অর্থাৎ সামনের সপ্তাহের শুক্রবার। ওই দিন মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পিএসি-র চেয়ারম্যান মুকুল রায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভা সূত্রে বৃহস্পতিবার জানা গিয়েছে, ওই দিন দুপুর ১২টায় পিএসি-র বৈঠক হবে।

Advertisement

গত ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায়। তার পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বিধায়কপদ খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। ১৬ জুলাই বিধানসভায় স্পিকারের ঘরে দলত্যাগের অভিযোগের শুনানিতে ডাকা হয়েছিল দু’পক্ষকেই। কিন্তু ওই দিন মুখোমুখি হননি তাঁরা।

তবে আগামী ৩০ জুলাই মুকুল-শুভেন্দু মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, পিএসি-র প্রথম বৈঠকে যোগ দিতে আসতে পারেন মুকুল। সেই বৈঠকে সদস্য হিসেবে হাজির হতে পারেন শুভেন্দুও। মুকুল পিএসি-র চেয়ারম্যান হতেই বিধানসভায় আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, বিধানসভার সব স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেবেন। পিএসি-র বৈঠকের পাশাপাশি, ওই দিন বিকেল তিনটেয় মুকুলের ‘দলত্যাগ’ নিয়ে শুনানি রয়েছে বিধানসভার স্পিকারের ঘরে। সেখানেও মুকুল-শুভেন্দু পরস্পরের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন