পথ দেখাচ্ছে দক্ষিণ দিনাজপুর

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলো দক্ষিণ দিনাজপুরে। রাজ্যের প্রথম ধূমপান-ফ্রি জোন জেলা হিসেবে তুলে ধরতে প্রশাসনের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:২৩
Share:

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলো দক্ষিণ দিনাজপুরে। রাজ্যের প্রথম ধূমপান-ফ্রি জোন জেলা হিসেবে তুলে ধরতে প্রশাসনের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, বুধবার থেকে সমস্ত সরকারি দফতর এবং পঞ্চায়েত, পুরসভা ও জেলাপরিষদ অফিসের ভিতরে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাসস্ট্যান্ড, বাজার, প্রেক্ষাগৃহ সহ জনবহুল এলাকায় ধূমপান করে ধরা পড়লেই ২০০ টাকা জরিমানা করা হবে। জেলার ৮টি ব্লকে ভ্রাম্যমাণ বিশেষ এনফোর্সমেন্ট স্কোয়াড তৈরি করে অভিযান চালানো হবে। মঙ্গলবার, কলকাতায় বিশ্ব তামাক-বিরোধী দিবস উপলক্ষে আর আহমেদ ডেন্টাল কলেজে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যকর্তারা জানান, আপাতত পরীক্ষামূলক ভাবে একটি জেলায় ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। পরে অন্যত্রও হবে ধাপে ধাপে। তামাকের প্রভাবে মুখের ক্যানসার বাড়ছে। চিকিৎসকেরা বারবার সতর্ক করে দিচ্ছেন সরকারকে। ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে একাধিক বার অনুরোধ করেছে কেন্দ্রও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন