central forces

স্কুলে বাহিনী, আর্জি পরীক্ষা পিছোনোর

ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় ফল বেরোনোর পরে আরও দশ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এতে ঘোরতর সমস্যায় পড়েছে স্কুল।

Advertisement

আর্যভট্ট খান

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ০৫:৩৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

পঞ্চায়েত ভোট হয়েছে গত শনিবার, ফল বেরিয়েছে মঙ্গলবার, ১১ জুলাই।

Advertisement

ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় ফল বেরোনোর পরে আরও দশ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এতে ঘোরতর সমস্যায় পড়েছে স্কুল।

এখনও বেশ কিছু স্কুলে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ১ অগস্ট থেকে শুরু হওয়ার কথা পড়ুয়াদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ওই মূল্যায়ন পিছিয়ে দেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি লিখল কিছু শিক্ষক সংগঠন। শিক্ষকদের অভিযোগ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরে দ্বিতীয় মূল্যায়নের জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে পর্যাপ্ত সময় পাননি তাঁরা।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার এক হাই স্কুলের শিক্ষক অনিমেষ হালদার জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত তাঁদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। ফলে পড়াশোনা শুরু করা যায়নি। পূর্ব মেদিনীপুরের তমলুকের স্কুলের শিক্ষক শম্ভু মান্না বলেন, ‘‘তমলুক, কুলবেরিয়া, নন্দীগ্রাম, কোলাঘাট ব্লকের বেশ কিছু স্কুলে এখনও বাহিনী থাকছে। ফলে ছুটি চলছে। স্কুলগুলো খোলার পরে এত তাড়াতাড়ি কী ভাবে পরীক্ষার আয়োজন হবে, কিছুই বুঝতে পারছি না। অভিভাবকেরাও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।’’

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের অভিযোগ, ‘‘ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ হয়। প্রয়োজনে বাহিনীকে হোটেলে, কমিউনিটি হলে, স্থানীয় ক্লাবে রাখা যেতে পারে। কেন পঠনপাঠন বিঘ্নিত করে স্কুলে রাখা হচ্ছে? দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পিছিয়ে দেওয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি লিখেছি।’’ পর্ষদের দাবি, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন