কুণালের ফোনে সুদীপের গোলাপ ত্যাগ সোমেনের

রোজভ্যালি-কাণ্ডে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তথা সিপিএমের বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে সেখানকার বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মনের পাশ থেকে সরে দাঁড়ালেন বঙ্গের কংগ্রেস নেতা সোমেন মিত্র। কলকাতা প্রেস ক্লাবে সোমবার সোমেনবাবুকে পাশে বসিয়ে সুদীপবাবু দাবি তুলেছিলেন, রোজভ্যালিকে মদত দেওয়ার জন্য মানিকবাবুকে এবং তাঁর মন্ত্রিসভার কয়েক জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সোমেনবাবু জানিয়ে দিলেন, ওই বক্তব্য একান্ত ভাবেই সুদীপবাবুর নিজস্ব। তিনি তাতে সহমত নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ০৩:৪২
Share:

রোজভ্যালি-কাণ্ডে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তথা সিপিএমের বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে সেখানকার বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মনের পাশ থেকে সরে দাঁড়ালেন বঙ্গের কংগ্রেস নেতা সোমেন মিত্র। কলকাতা প্রেস ক্লাবে সোমবার সোমেনবাবুকে পাশে বসিয়ে সুদীপবাবু দাবি তুলেছিলেন, রোজভ্যালিকে মদত দেওয়ার জন্য মানিকবাবুকে এবং তাঁর মন্ত্রিসভার কয়েক জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সোমেনবাবু জানিয়ে দিলেন, ওই বক্তব্য একান্ত ভাবেই সুদীপবাবুর নিজস্ব। তিনি তাতে সহমত নন।

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, সারদা-কাণ্ডে ধৃত এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের একটি ফোনের জেরে সোমেনবাবুর এই অবস্থান প্রকাশ্যে এসেছে। সোমেনবাবুকে এ দিন দুপুরে ফোন করে কুণাল বলেন, মানিক সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একাসনে বসানোর চেষ্টা হচ্ছে! এটা ঠিক হচ্ছে না। কুণালের যুক্তি ছিল, ‘‘মানিকবাবু রোজভ্যালি কর্তাদের সঙ্গে কোনও গোপন বৈঠক করেননি। যে ছবি দেখানো হচ্ছে, সেটা প্রকাশ্য অনুষ্ঠানের। ডেলোতে তিনি কোনও গোপন বৈঠক করেননি! মানিক সরকার নিজের ছবি কোথাও বিক্রি করেননি। তাঁর বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগও নেই। মানিকবাবুকে সামনে রেখে তৃণমূল নেত্রীকে আ়ড়াল করার চেষ্টা যেন না হয়। এর পরেই নিজের অবস্থান স্পষ্ট করতে আসরে নামেন সোমেনবাবু। আগের দিন সুদীপবাবুর সাংবাদিক সম্মেলনে পাশে থাকলেও এ দিন তিনি বলেন, ‘‘তার মানে এই নয় যে, মানিক সরকারকে কেন সিবিআই জেরা করবে না বা কেন তাঁকে ধরা হবে না, এই সব প্রশ্ন আমি তুলেছি বা তদন্ত আটকানোর চেষ্টা করেছি!’’ কুণাল যে জেল থেকে সোমেনবাবুকে ফোন করছিলেন, তা নিয়ে প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা বলেন, ‘‘ও বলল, বিধি মেনেই ফোন করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন