প্রাণ জুড়িয়ে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গে, হাঁফ ছাড়ল কলকাতাও

অবশেষে সে এল। মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে বৃষ্টি এল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সেই কবে থেকে হাপিত্যেশে বসে থাকার পর আজ ঝপ্‌ করেই নামল অসহ্য তাপমাত্রার পারদ। বৃষ্টি এল ঝেঁপে। এমনকী হয়েছে সেই বহু কাঙ্খিত শিলাবৃষ্টিও। ঝড়ে বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ১৮:৩২
Share:

হঠাৎ ঝড়, বৃষ্টিতে ভেঙে পড়েছে গাছ। ছবি- সব্যসাচী ইসলাম।

অবশেষে সে এল। মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে বৃষ্টি এল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সেই কবে থেকে হাপিত্যেশে বসে থাকার পর আজ ঝপ্‌ করেই নামল অসহ্য তাপমাত্রার পারদ। বৃষ্টি এল ঝেঁপে। এমনকী হয়েছে সেই বহু কাঙ্খিত শিলাবৃষ্টিও। ঝড়ে বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের খুঁটিও।

Advertisement

কেন এই ‘অকাল’ বৃষ্টি?

আলিপুরের আবহাওয়া অফিস জানাচ্ছে, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে নিম্নচাপের একটি অক্ষরেখা। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে বায়ুমণ্ডলে। সঙ্গে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। তার ফলে বঙ্গোপসাগর লাগোয়া পূর্ব মেদিনীপুর ছাড়াও বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে আজ ভাল রকমের ঝড় ও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনারও একাংশে। এর ফলে, তাপমাত্রা ঝপ্‌ করে অনেকটাই কমে গিয়েছে। বইছে ঠাণ্ডা হাওয়া।

Advertisement


হঠাৎ ঝড়, বৃষ্টি। ছবি-সব্যসাচী ইসলাম।

আগামী দু’-তিন দিনের মধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।

গত কাল ‘সৌর বলয়’ দেখা গিয়েছিল। তার পরেই সৌর পদার্থবিদরা বলেছিলেন, ‘‘বায়ুমণ্ডলে জমা বরফ কণার ওপরে সূর্যরশ্মি এসে পড়ার ফলেই ওই বলয় তৈরি হয়েছে। এর ফলে বৃষ্টি হতে পারে।’’

আরও পড়ুন- দাবানলে দাউ দাউ জ্বলছে প্রায় গোটা উত্তর ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন