Kurmi Community

কুড়মি আন্দোলনের জেরে শনিবারও বাতিল দক্ষিণ-পূর্ব শাখার বহু ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে গত কয়েক দিনে বহু ট্রেন বাতিল করতে হয়েছে দক্ষিণ-পূর্ব রেলকে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৬
Share:

শনিবারও অব্যাহত কুড়মি আন্দোলন। ছবি পিটিআই।

কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে ছোটনাগপুর টোটেমিক কুড়মি মাহাতো সম্প্রদায়ের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল কুড়মালি আন্দোলন। আন্দোলনকারীরা কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি নিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। শনিবার পঞ্চম দিনে পড়ল কুড়মালি আন্দোলন। এর ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Advertisement

আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে গত কয়েক দিনে বহু ট্রেন বাতিল করতে হয়েছে দক্ষিণ-পূর্ব রেলকে। যাত্রী ভোগান্তি এড়াতে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। খড়্গপুর-রাঁচী এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর স্টিল এক্সপ্রেস ছাড়াও ঝাড়গ্রাম, টাটানগর, রাঁচী এবং ধানবাদগামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ভুবনেশ্বর এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, রাঁচী এক্সপ্রেস এবং তাম্বরম এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, আসানসেল-টাটানগর-সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে প্রায় ২৫০-র কাছাকাছি ট্রেন বাতিল করতে বাধ্য হল দক্ষিণ-পূর্ব রেল।

কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন এক নজরে-

Advertisement

• ১৮০৮৬ রাঁচী-খড়্গপুর এক্সপ্রেস

• ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস

• ০৮০৫৫/০৮০৫৬ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর স্পেশাল

• ১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস

• ১২০২১/১২০২২ হাওড়া-বড়বিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস

• ১২৭৮১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস

• ১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস

• ১৮০৩৬ হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস

• ০৮১৬০/০৮১৫৯ টাটানগর-খড়্গপুর-টাটানগর মেমু স্পেশাল

• ০৮০৬০/০৮০৫৯ টাটানগর-খড়্গপুর-টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল

• ০৮০১৪/০৮০১৩ টাটানগর-চক্রধরপুর-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল

• ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমো-চক্রধরপুর এক্সপ্রেস

• ০৮০৭১/ ০৮০৭২ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর প্যাসেঞ্জার স্পেশাল

• ০৮০৪৯/০৮৬৯৭ খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল

• ০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু স্পেশাল

• ০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকাকানা-আদ্রা মেমু প্যাসেঞ্জার

• ০৮৬৪৯/০৮৬৫০ আদ্রা-পুরুলিয়া-আদ্রা মেমু প্যাসেঞ্জার

• ০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচী-আসানসোল মেমু প্যাসেঞ্জার

• ০৩৫৯৫/০৩৫৯৬ বোকারো স্টিল সিটি-আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার

• ০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরভূম-আদ্রা স্পেশাল

• ০৮৬৯৮-০৮৬৯৭ পুরুলিয়া-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার

• ১৮০২০/১৮০১৯ ধানবাদ-ঝাড়গ্রাম-ধানবাদ মেমু প্যাসেঞ্জার

মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়ক এবং রেল রোকো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মধ্যবর্তী খেমাশুলি এলাকা। পুরুলিয়ায় রেল রোকো কর্মসূচি পালন করা ছাড়াও মালদহ এবং উত্তর দিনাজপুরে রাস্তা অবরোধ করা হয়। মঙ্গলবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল করা শুরু হয়।

এই আন্দোলন চলবে বলে আগেই হুমকি দিয়েছেন কুড়মি নেতা অশোক মাহাতো। প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলায় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও লাভ হয়নি। আন্দোলন তুলে নেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে তাঁদের কাছে অনুরোধ করা হলেও আন্দোলন থামার কোনও লক্ষণ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন