Shovan Chatterjee

Sovan-Baishakhi: বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিলেন শোভন, দশমী সন্ধ্যায় নতুন ফ্রেমে বন্দি হলেন যুগল

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরালেন শোভন চট্টোপাধ্যায়। তার পর বৈশাখী বললেন, ‘‘আমাদের মধ্যে স্বীকৃতির অভাব কোনও দিন ছিল না।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ২০:২৬
Share:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরালেন শোভন চট্টোপাধ্যায়।

দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দিলেন শোভন চট্টোপাধ্যায়। সিঁদুর খেলার পর বৈশাখী বলেন, ‘‘আমাদের মধ্যে স্বীকৃতির অভাব কোনও দিন ছিল না।’’

Advertisement

পুজোর আগেই ‘তা তা থৈ থৈ’ গানে শোভন-বৈশাখীর নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। তখন থেকেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তাঁরা। একটি সাক্ষাৎকারে বৈশাখী বলেছেন, ‘‘নয় নয় করে ১৩ বছর হয়ে গেল আমাদের সম্পর্কের।’’ খোলাখুলি অন্তাক্ষরী খেলতে খেলতে শোভন-বান্ধবীর স্বীকারোক্তি, ‘‘আমার চোখে তো সকলই শোভন।’’

তিনি কি শোভনের প্রেমে পড়েছেন? এই প্রশ্নের উত্তরে বৈশাখীকে বলতে শোনা গিয়েছিল, ‘‘শোভনকে মানুষ হিসাবে আমি কদর করেছি। ওঁকে সম্মান করেছি। শোভন বাইরে প্রচণ্ড দাপুটে মেয়র, কিন্তু যখন বাড়ি এসে আমার সঙ্গে আলোচনা হত, তখন সেটা আমার কোনওদিন মনে হয়নি যে, ও আমার চেয়ে বয়সে কতটা বড়।’’

Advertisement

ওই সাক্ষাৎকারেই বৈশাখী জানান, ‘‘শোভন আমাকে একটা কথা বলেছিল, আমি যার হাত ধরি তার হাত ছাড়ি না।’’ পাশে থেকে শোভনও বলে উঠেছিলেন, ‘‘আমি যাকে বুক দেখাই, তাঁকে পিঠ দেখাই না।’’

সপ্তমীর সন্ধ্যায় দু’জনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ‘বুর্জ খালিফা’ দেখতে গিয়েছিলেন। তার পরই দশমীর সন্ধ্যায় তাঁদের এই ছবি প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement