দলত্যাগে হলফনামা দিতে হবে স্পিকারকে

বিধায়ক মানস ভুঁইয়া, তুষারকান্তি ভট্টাচার্য, শেখ হাসানুজ্জামান, রবিউল আলম চৌধুরী ও কানহাইয়ালাল অগ্রবালের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে গত বছর দলত্যাগের অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ০২:৫৭
Share:

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের কয়েক জন বিধায়কের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগের বিষয়ে কবে তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে হলফনামা দেবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের আদালতে এই কথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত।

Advertisement

বিধায়ক মানস ভুঁইয়া, তুষারকান্তি ভট্টাচার্য, শেখ হাসানুজ্জামান, রবিউল আলম চৌধুরী ও কানহাইয়ালাল অগ্রবালের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে গত বছর দলত্যাগের অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মামলার আবেদনে বিরোধী দলনেতা বলেছেন, দলত্যাগের অভিযোগ থাকলে স্পিকারকে দু’পক্ষের বক্তব্য শুনে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে গত বছর তৎকালীন এজি জয়ন্ত মিত্র জানিয়েছিলেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যে স্পিকার তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এর পরে ওই মামলা স্থানান্তরিত হয় বিচারপতি বসাকের আদালতে।

আরও পড়ুন: গরিব-স্বার্থেই হবে সংস্কার, দাবি অরুণ জেটলির

Advertisement

গত ১ অগস্ট এই মামলার শুনানিতে বিচারপতি বসাক এজি-কে নির্দেশ দেন, দলত্যাগীদের নিয়ে স্পিকার কবে সিদ্ধান্ত জানাবেন, তা শুক্রবার জানিয়ে দিতে। মামলাটি এ দিন শুনানির জন্য উঠলে এজি কিশোরবাবু বলেন, স্পিকার জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তা শুনে মান্নানের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘চলতি বছরের জুলাই মাসের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে গত বছর জানিয়েছিলেন স্পিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অভিযোগের দ্রুত শুনানি করে সিদ্ধান্ত জানাতে হবে।’’ এজি আদালতে জানান, স্পিকার প্রয়োজনে হলফনামা দিয়ে এ নিয়ে তাঁর বক্তব্য জানাবেন।

বিচারপতি বসাক দু’পক্ষের বক্তব্য শুনে নির্দেশ দেন, স্পিকারকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে হবে। মামলার আবেদনকারীকে হলফনামা দিয়ে পাল্টা বক্তব্য পেশ করতে হবে এক সপ্তাহের মধ্যে। তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement