ঝাড়খণ্ডের মাইথন জলাধার। —ফাইল চিত্র।
দামোদল ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর বিরুদ্ধে রাজ্যকে না-জানিয়ে বার বার জল ছাড়ার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এ নিয়ে বিবাদও তুঙ্গে উঠেছিল। ভবিষ্যতে যদি একই ঘটনা ঘটে এবং তাতে যদি কেউ মারা যান বা কারও কোনও ক্ষতি হয়, ডিভিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
পুজোর মরসুমে কেন রাজ্য সরকারকে না-জানিয়ে ডিভিসি জল ছেড়েছে, সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সংস্থাটি ‘ইচ্ছাকৃত এবং একতরফা ভাবে’ জল ছেড়ে বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করছে বলে সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। এর পর কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাতিল সেই অভিযোগ খারিজ করে দেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর দেওয়া জল ছাড়ার পরিসংখ্যান নিয়েও।
এই বিতর্কের মধ্যেই ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথনের ডিভিসি দফতরে প্রতিবাদ-বিক্ষোভের কর্মসূচি নিয়েছে তৃণমূল। শুক্রবার সেই কর্মসূচিতে গিয়ে ডিভিসির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মলয়। তিনি বলেন, ‘‘ডিভিসি কোনও দিনই রাজ্যকে কিছু জানায় না। জল ছাড়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তত ক্ষণে জল অনেকটাই চলে আসে।’’
ডিভিসির আধিকারিক অজয়কুমার শ্রীবাস্তব পাল্টা বলেন, ‘‘আন্দোলন করে কোনও লাভ নেই। আমাদের প্রস্তাব, আমদের কলকাতার অফিসে রাজ্য বৈঠক করুক। সমস্যার সমাধান খুঁজে বার করি সকলে মিলে।’’
যদিও মলয়ের দাবি, ‘‘ডিভিসি কোনও আলোচনা করে না। এ বার আলোচনা ছাড়া বা না-জানিয়ে জল ছাড়লে এই রকম অবস্থান বিক্ষোভ বার বার হবে।’’