—প্রতিনিধিত্বমূলক ছবি।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার পরিবেশবিদ্যার প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলায় এসএসসি-র বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। পাশাপাশি সংস্কৃতের ‘ভুল’ প্রশ্ন-মামলায় তিনি বলেছেন যে সরকার স্বীকৃত বইয়ের উত্তর যদি পরীক্ষার্থী লিখে থাকেন তা হলে এসএসসি-কে নম্বর দিতে হবে। এ ব্যাপারে যে বইগুলি মামলাকারীর আইনজীবী কোর্টে জমা দিয়েছেন সেগুলি স্বীকৃত কি না, তা এসএসসি-র কাছে জানতে চেয়েছে আদালত। ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের করেছেন চলতি নিয়োগ প্রক্রিয়ার একাধিক পরীক্ষার্থী। তাঁদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, পরিবেশবিদ্যার ‘বিতর্কিত’ প্রশ্নটির উত্তর প্রথমে যা হবে বলে এসএসসি জানিয়েছিল তা অনুযায়ী মামলাকারী নম্বর পেতেন। পরবর্তী কালে সেই উত্তর সংশোধন করে এসএসসি জানায় যে প্রশ্নপত্রে থাকা সম্ভাব্য দু’টি উত্তর (অপশন) ঠিক। এ নিয়েই মামলা। এ দিন বিচারপতির পর্যবেক্ষণ, কোনও প্রশ্নের যদি তিনটি উত্তর হয় তা হলে সেই প্রশ্নের যথার্থতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। তাই প্রশ্নটি আদৌ ঠিক কি না, তা যাচাই করে এসএসসি-কে জানাতে বলেছেন বিচারপতি। সুদীপ্ত আরও জানান, সংস্কৃতের একটি প্রশ্নে একাধিক বইয়ে থাকা উত্তর লিখেছিলেন মামলাকারী। যদিও এসএসসি-র দাবি, ওই উত্তরটি ঠিক নয়। নিজের দাবির সপক্ষে কোর্টে একাধিক বই জমা দেন সুদীপ্ত। বিচারপতির নির্দেশ, ওই বইগুলি সরকার স্বীকৃত কি না, তা জানাতে হবে এসএসসি-কে। স্বীকৃত বই হলে মামলাকারীর লেখা উত্তর ঠিক হিসেবে প্রাপ্য নম্বর দিতে হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে