উপাচার্যের দরজায় বিক্ষোভ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে বরখাস্ত করা এবং ওই পদ বিলুপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার উপাচার্য সুরঞ্জন দাসের ঘরের সামনে বিক্ষোভ দেখাল শিক্ষক সংগঠন কুটা।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০৪:৩৪
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে বরখাস্ত করা এবং ওই পদ বিলুপ্তির বিরুদ্ধে বৃহস্পতিবার উপাচার্য সুরঞ্জন দাসের ঘরের সামনে বিক্ষোভ দেখাল শিক্ষক সংগঠন কুটা। একই জায়গায় কুটা-র দাবির বিরোধিতায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি ও এক দল ছাত্র-শিক্ষক। দুপুর থেকেই উপাচার্যের ঘরের সামনে এক শিবির অন্য পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠক ছিল। সেখানে ফিনান্স অফিসারকে বরখাস্তের বিষয়ে

Advertisement

আলোচনার দাবি জানায় কুটা। তাদের দাবি, ফিনান্স অফিসার আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। বৈঠক শেষে রেজিস্ট্রার বাসব চৌধুরী বিক্ষোভকারীদের জানান, বিষয়টি আদালতের বিচারাধীন। তাই তা নিয়ে সিন্ডিকেটে আলোচনা হতে পারে না। কুটা-র সাধারণ সম্পাদক দিব্যেন্দু পাল বলেন, ‘‘দাবি না-মানা পর্যন্ত উপাচার্যের ঘরের সামনে অবস্থান-বিক্ষোভ চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement