চোর সন্দেহে মার, ছাত্র অপমানে আত্মঘাতী

চোর অপবাদ দিয়ে ডায়মন্ড হারবার, কলকাতার হরিদেবপুরে দুই ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল কয়েক মাস আগে। সোমবার চন্দননগরে ফের একই অপবাদে এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০৪:০৬
Share:

ঋষভ চট্টোপাধ্যায়

চোর অপবাদ দিয়ে ডায়মন্ড হারবার, কলকাতার হরিদেবপুরে দুই ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল কয়েক মাস আগে। সোমবার চন্দননগরে ফের একই অপবাদে এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। রাতে ঋষভ চট্টোপাধ্যায় (১৯) নামে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়। ঋষভের পরিবারের অভিযোগ, বাড়ি ফিরে অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে এক তৃণমূল কাউন্সিলরের দুই ভাইয়ের বিরুদ্ধে। ঋষভের মায়ের ওই অভিযোগের ভিত্তিতে প্রদীপ এবং বাবলু অগ্রবাল নামে দুই ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খলিসানি জেলেপাড়ায় একই বাড়িতে ভাড়া থাকেন ঋষভের পরিবার এবং প্রদীপ ও এবং বাবলু। দিন কয়েক আগে বাবলুদের ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি যায় বলে অভিযোগ। তার কয়েক দিন আগে সোনার গয়নাও চুরি হয় বলে অগ্রবাল পরিবারের অভিযোগ। মোবাইল চুরি যাওয়ার পর অগ্রবাল পরিবার ঋষভ-সহ আরও কয়েক জনকে সন্দেহ করে। তার জেরেই এ দিন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে প্রদীপ ও বাবলুর বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন