PMAY

আবাস-কাণ্ডে শাস্তি, সংশোধনের দাবি

রাজ্য সরকারের কাছে অবিলম্বে আবাস যোজনার উপযুক্ত তালিকা প্রকাশ করার দাবিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ০৮:৩৪
Share:

কর্মসূচির ডাক দিল এসইউসি। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও দলবাজির প্রতিবাদে এবং প্রকৃত গৃহহীনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী এক সপ্তাহে রাজ্য জুড়ে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-র দফতরে কর্মসূচির ডাক দিল এসইউসি। আবাস যোজনা ঘিরে যে সব দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তার প্রেক্ষিতে বুধবার এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের দাবি, যাঁদের নাম কোনও ভাবেই থাকার কথা নয়, রাজনীতির রং না দেখে তালিকা থেকে তাঁদের বাদ দিতে হবে এবং অন্যায় ভাবে নাম ঢোকানোর কাজে যাঁরা যুক্ত, তাঁদের উপযুক্ত শাস্তি দিতে হবে। রাজ্য সরকারের কাছে অবিলম্বে আবাস যোজনার উপযুক্ত তালিকা প্রকাশ করার দাবিও জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement