Digha Jagannath Temple

বঙ্গে অক্ষয়তৃতীয়া মন্দিরময়, মমতার জগন্নাথধাম উদ্বোধনের দিন ধুলিয়ানে ‘আক্রান্ত’ মন্দির পুনঃপ্রতিষ্ঠা করবেন সুকান্ত

সোমবারই সুকান্ত স্পষ্ট করে জানালেন, মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ মন্দির মেরামত করে পুনঃপ্রতিষ্ঠা করা হবে ৩০ এপ্রিল, বুধবারেই। অর্থাৎ অক্ষয়তৃতীয়ায়, যে দিন মমতা দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:৪৯
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার (ডান দিকে)। —ফাইল চিত্র।

অক্ষয়তৃতীয়ায় ‘মন্দিরময়’ পশ্চিমবঙ্গের রাজনীতি। এক দিকে দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠায় অংশ নেবেন, নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। অন্য দিকে, রাজ্যের অন্য এক প্রান্তে ভাঙা মন্দির পুনঃপ্রতিষ্ঠায় শামিল হবেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতেও ‘সনাতনী সমাবেশে’র ডাক দেওয়া হয়েছে। কিন্তু তার ভবিষ্যৎ আপাতত কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে। সে কর্মসূচি শেষ পর্যন্ত হোক বা না হোক, দু’পক্ষের শীর্ষনেতৃত্বই যে বুধবার মন্দিরে ‘আশ্রয়’ নিচ্ছেন, তা নিয়ে কোনও সংশয় নেই।

Advertisement

গত ২১ এপ্রিল সুকান্ত গিয়েছিলেন মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকা পরিদর্শনে। ধুলিয়ান তথা শমসেরগঞ্জের বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেন। অশান্তির সময়ে বেশ কিছু মন্দির ‘আক্রান্ত’ হয়েছিল বলে অভিযোগ ওঠে। সে সব ঘুরে দেখার পর সুকান্ত জানিয়েছিলেন, ওই সব মন্দির মেরামতির পর নতুন করে উদ্বোধনের ব্যবস্থা দ্রুত করা হবে। সময় পেলে সেই উদ্বোধনে তিনি হাজির থাকবেন। কিন্তু সুকান্তের সেই মন্দির-কর্মসূচি যে মমতার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই পড়বে, তা স্পষ্ট ছিল না। জগন্নাথধাম উদ্বোধনের কর্মসূচিতে যোগ দিতে মমতা সোমবার দিঘায় পৌঁছেছেন। সোমবারই সুকান্ত স্পষ্ট করে জানালেন, মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ মন্দির মেরামত করে পুনঃপ্রতিষ্ঠা করা হবে ৩০ এপ্রিল, বুধবারেই। অর্থাৎ অক্ষয়তৃতীয়ায়, যে দিন মমতা দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন।

ভেবেচিন্তেই কি অক্ষয়তৃতীয়া বেছে নিল বিজেপি? দিঘায় মমতার সরকারের তৈরি করা মন্দির উদ্বোধনের ‘পাল্টা’ হিসেবে কি মুর্শিদাবাদের কর্মসূচি? সুকান্ত অবশ্য তা মানছেন না। আনন্দবাজার ডট কমকে সোমবার তিনি বলেন, ‘‘আমি যে দিন শমসেরগঞ্জ, ধুলিয়ান গিয়েছিলাম, সে দিনই বলেছিলাম, সময় পেলে সেখানকার মন্দিরগুলোর পুনঃপ্রতিষ্ঠায় আমি থাকব। এটা অন্য কারও কর্মসূচির পাল্টা হিসেবে দেখার কোনও কারণ নেই।’’ তবে বিজেপির তরফে অক্ষয়তৃতীয়ার দিনে ‘পাল্টা ধর্মীয় কর্মসূচি’ রাখার চেষ্টা যে হচ্ছে, তা কাঁথির প্রস্তাবিত ‘সনাতনী সমাবেশে’র ডাক থেকেও স্পষ্ট। শুভেন্দুর উপস্থিতিতে কাঁথিতে ওই সমাবেশ হওয়ার কথা ছিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই। শুভেন্দু এ-ও বলেছিলেন যে, ‘‘জগন্নাথধামে যাঁরা যাবেন তাঁরা জালি হিন্দু, সনাতনী সমাবেশে যাঁরা আসবেন তাঁরা আসলি হিন্দু।’’ কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন। রায় না আসা পর্যন্ত সনাতনী সমাবেশ ওইদিন হবে কি না, তার নিশ্চয়তা নেই। কিন্তু জগন্নাথধামের উদ্বোধনের ‘পাল্টা’ হিসেবেই যে সনাতনী সমাবেশের আয়োজনের চেষ্টা, শুভেন্দুর মন্তব্যে তা স্পষ্ট।

Advertisement

বিজেপি সূত্রের খবর, বুধবার কাঁথিতে সনাতনী সমাবেশ হোক বা না হোক, মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। ধুলিয়ানের ঘোষপাড়ায় একটি মন্দির মেরামত করে পুনঃপ্রতিষ্ঠার আয়োজন করা হচ্ছে। বিজেপির জেলা নেতৃত্ব জানাচ্ছেন, মেরামতির পর মন্দিরটি ধুয়েমুছে সেখানে বিশেষ পূজার আয়োজন হবে। মন্দির পুনঃপ্রতিষ্ঠা এবং পুজোয় সুকান্ত অংশ নেবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement