Law and Order Situation

শাহকে চিঠি লিখে অবিলম্বে বঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলেন সুকান্ত, আধাসেনা মোতায়েনের অনুরোধও

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর আর্জি— অবিলম্বে কেন্দ্র হস্তক্ষেপ করুক পশ্চিমবঙ্গে। শাহকে সুকান্তর অনুরোধ— এ রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জনপ্রতিনিধিদের এবং সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করতে আধাসেনা মোতায়েন করা হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ২০:৪২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের ‘স্পর্শকাতর’ এলাকাগুলিতে আধাসেনা মোতায়েনের আর্জি জানিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বজবজে এবং শুক্রবার কলকাতায় যে ভাবে ‘বাধা’র সম্মুখীন হয়েছেন সুকান্ত, সে কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করে অবিলম্বে শাহের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সুকান্ত।

Advertisement

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনস্থ বজবজে তাঁর সঙ্গে কী ঘটেছিল এবং শুক্রবার কলকাতায় ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন এবং আনুষঙ্গিক কর্মসূচির সময়ে কী ঘটেছে, শাহকে তা চিঠিতে জানিয়েছেন সুকান্ত। ডায়মন্ড হারবার জেলা পুলিশের শীর্ষকর্তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন সুকান্ত।

শুক্রবার প্রথমে নেতাজি ভবনের দিকে যাওয়ার সময়ে পুলিশ কী ভাবে সুকান্তকে আটকানোর চেষ্টা করে এবং পরে ব্রিটিশ নাগরিক তথা চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে কী ভাবে তাঁকে আটকে দেওয়া হয়, সুকান্ত সে কথা শাহকে জানিয়েছেন। তার পরে পুলিশ কী ভাবে তাঁদের হেফাজতে নিয়েছিল, তাও চিঠিতে লেখা হয়েছে।

Advertisement

চিঠির শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর আর্জি— অবিলম্বে কেন্দ্র হস্তক্ষেপ করুক পশ্চিমবঙ্গে। শাহকে সুকান্তর অনুরোধ— এ রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জনপ্রতিনিধিদের এবং সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করতে আধাসেনা মোতায়েন করা হোক এবং বৃহস্পতিবার বজবজের ঘটনা জেলা প্রশাসনের যে কর্তাদের ‘গাফিলতি’র ফলে ঘটেছে, তাঁদের চিহ্নিত করে পদক্ষেপ করতে অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement