‘ভোটযাত্রা’ কটাক্ষ সূর্যের, তরজাও

বিজেপির রথযাত্রা আসলে ‘ভোটযাত্রা’ বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৪:২৭
Share:

—ফাইল চিত্র।

বিজেপির রথযাত্রা আসলে ‘ভোটযাত্রা’ বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুখ্যমন্ত্রীকেও সেই যাত্রায় ঢুকে যেতে আহ্বান জানিয়েছেন তিনি। সূর্যবাবু সোমবার বলেন, ‘‘ভোটের মরসুম এলেই ওরা এমন যাত্রা করে। ভোট এসেছে তাই ভারতীয় যাত্রা পার্টি আবার একটা যাত্রা শুরু করবে। মুখ্যমন্ত্রীও তাঁর দলকে নির্দেশ দিয়েছেন বিজেপির অনুসরণে যাত্রা করতে। আমরা বলছি, অনুসরণে উত্তেজনা বাড়বে। তার চেয়ে আপনিও ওই যাত্রায় ঢুকে পড়ুন, তাতে রাজ্যে শান্তি থাকবে।’’ পুরমন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য পাল্টা বলেছেন, ‘‘সিপিএম তো তলায় তলায় বিজেপিতে যোগ দিচ্ছে। আগে যারা সিপিএমের হার্মাদ ছিল, এখন তারাই বিজেপিতে! ফলে তৃণমূলের সঙ্গে বিজেপিকে এক জায়গায় এনে দিদিভাই-মোদিভাই অভিযোগ একেবারেই খাটে না। আর সিপিএমও অনেক সভা-মিছিল করে। সেগুলিকেও অনুমতি দেওয়া হয়।’’ পাশাপাশি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্রোক্তি, ‘‘সিপিএম দলটাই তো নেই। যেটুকু আছে, আমরা ক্ষমতায় এলে গিলে নেব!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement