আক্রান্তদের পাশে থাকুন: সূর্য

দল না দেখে যুব কর্মীদের আক্রান্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার যুব ফেডারেশনের রাজ্য কমিটির মুখপত্র ‘যুবশক্তি’-র ৪৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে সূর্যবাবু এই মন্তব্য করেন। সভার আলোচনার বিষয় ছিল, ‘নয়া উদারবাদের যুগে মানুষের জীবন জীবিকা ও গণতন্ত্রের উপর আক্রমণ’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০১:৫০
Share:

বিষ্ণুপুরে সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

দল না দেখে যুব কর্মীদের আক্রান্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার যুব ফেডারেশনের রাজ্য কমিটির মুখপত্র ‘যুবশক্তি’-র ৪৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে সূর্যবাবু এই মন্তব্য করেন। সভার আলোচনার বিষয় ছিল, ‘নয়া উদারবাদের যুগে মানুষের জীবন জীবিকা ও গণতন্ত্রের উপর আক্রমণ’। বর্তমান রাজ্যের পরিস্থিতির কথা মনে করিয়ে তিনি বলেন, “তৃণমূলের শিক্ষক এখন তৃণমূলের কর্মীদের হাতেই মার খাচ্ছেন। যারা দোষী, তারা শাসক দলের। গণতান্ত্রিক অধিকার এখন বিপন্ন।” এরই সূত্র ধরে তিনি বলেন, “আক্রান্ত মানুষ যে রাজনীতিই করুক, দল দেখার দরকার নেই। তাদের দিকে হাত বাড়াতে হবে।” একই সঙ্গে যুবকর্মীদের বুথে বুথে কমিটি গড়ার আহ্বানও জানান তিনি। ভিড়ে ঠাসা মঞ্চে বহু যুবকর্মী আসন না পাওয়ায় হাঁটু মুড়ে মাটিতেই বসে পড়েন।
সভায় ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিয় পাত্র, যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অভয় মুখোপাধ্যায় প্রমুখ। অভয়বাবু তাঁর বক্তৃতায় বলেন, “দেশ বিপন্ন। মার খাচ্ছেন কমরেডরা। আগামী নভেম্বর মাসে দিল্লিতে পার্লামেন্টের সামনে তাই সমাবেশের আয়োজন করা হচ্ছে।” যুবশক্তির জুলাই সংখ্যা ও মইনুল হাসানের লেখা বই ‘এসো লড়াইয়ে মুখরিত সখ্যে’ এ দিন অনুষ্ঠান মঞ্চে প্রকাশ করা হয়। ফেরার পথে কর্মীদের অনেককেই বলতে শোনা গেল, অনেক দিন পরে বিষ্ণুপুরে দলের বড় সভা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন