প্রতিরোধে এ বার বিক্ষুব্ধ তৃণমূলকেও ডাক সূর্যের

বুথ স্তরে জোট বেঁধে প্রতিবাদের ডাক ছিলই। এ বার আরও এক ধাপ এগোলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। লাল, সবুজ, গেরুয়া ঝান্ডাধারীদের পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ অংশকেও সঙ্গে নিয়ে প্রতিরোধের বার্তা দিলেন তিনি। সরাসরি আহ্বান জানালেন, উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে এই ধাঁচের লড়াইয়ের পাশে এ বার দাঁড়াক দক্ষিণবঙ্গও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৪:০১
Share:

বুথ স্তরে জোট বেঁধে প্রতিবাদের ডাক ছিলই। এ বার আরও এক ধাপ এগোলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। লাল, সবুজ, গেরুয়া ঝান্ডাধারীদের পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ অংশকেও সঙ্গে নিয়ে প্রতিরোধের বার্তা দিলেন তিনি। সরাসরি আহ্বান জানালেন, উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে এই ধাঁচের লড়াইয়ের পাশে এ বার দাঁড়াক দক্ষিণবঙ্গও।

Advertisement

বিধাননগর পুর-নিগমের ভোটের প্রচারে বুধবার সন্ধ্যায় সল্টলেকের এফ-ই ব্লকে এক সভায় সূর্যবাবু স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করেছেন, শনিবার সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে গেলেই হবে না। বয়স্ক বা মহিলাদের সকলে হয়তো বেশি ক্ষণ বাড়ির বাইরে থাকতে পারবেন না। কিন্তু কলকাতার পুরভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাকিদের রাস্তায় থাকতে হবে। নিজেদের রায় যাতে লুঠ হয়ে না যায়, আগলাতে হবে নিজেদেরই। এই সূত্রেই এ দিন সূর্যবাবুর বক্তব্য, ‘‘ভোট আগলানোর কাজে যারা বাধা পাবে, তারা লাল, গেরুয়া বা সবুজ ঝান্ডা হতে পারে। বিক্ষুব্ধ তৃণমূলের কোনও রং আছে কি না, জানি না! কিন্তু তাদেরও সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ডাকাত পড়লে সবাই মিলে একজোট হয়েই ডাকাত তাড়াতে হবে!’’

ভোটের দিন যতই এগোচ্ছে, সল্টলেক এবং রাজারহাটে বাইক বাহিনীর দাপট ততই বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের। ভোটের দিন যে বহিরাগতদের প্রবল দাপট দেখা যাবে, তা নিয়ে স্বভাবতই আশঙ্কায় আছে বিরোধী শিবির। সূর্যবাবু এ দিন হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘বাইরে থেকে বাইক নিয়ে যাঁরা আসবেন, বেআইনি কাজ করতে গিয়ে তাঁরা ঝামেলায় পড়লে আমাদের কোনও দায়-দায়িত্ব থাকবে না!’’

Advertisement

বস্তুত, শাসক দলের প্রবল পরাক্রমের মোকাবিলায় সূর্যবাবুরা এখন মরিয়া হয়ে যে ডাক দিচ্ছেন, তার পাশে দাঁড়াচ্ছেন অন্য বিরোধী দলের নেতারাও। বিজেপি-র বিধায়ক শমীক ভট্টাচার্য যেমন বলছেন, ‘‘বিধাননগরের মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারলে তৃণমূল জিতবে না!’’ এফ-ই’র সভা থেকে বাম প্রার্থী অসীম দাশগুপ্তও নাগরিকদের ‘নিজের ভোট নিজে দেওয়া’র আহ্বান জানিয়েছেন। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ তৃণমূল নেতারা একে ‘রামধনু জোট’ বলে কটাক্ষই করছেন। পথসভা হলেও সূর্যবাবুর সভায় এ দিন সল্টলেকের অনুপাতে ভিড় হয়েছিল ভালই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন