বাঁকুড়ায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভায় কলকাতা পুলিশের ওই আধিকারিকের বক্তৃতার একটি একটি ‘ভিডিয়ো ক্লিপ’ সম্প্রতি ভাইরাল হয়েছে। আনন্দবাজার সেই ‘ভিডিয়ো ক্লিপ’-এর সত্যতা যাচাই করেনি।
—ফাইল চিত্র।
কলকাতা পুলিশের এক অ্যাসিট্যান্ট কমিশনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করল বিজেপি। সোমবার বিধানসভায় বিষয়টি সম্পর্কে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তৃণমূল এই অভিযোগে আমল দেয়নি।
বাঁকুড়ায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভায় কলকাতা পুলিশের ওই আধিকারিকের বক্তৃতার একটি একটি ‘ভিডিয়ো ক্লিপ’ সম্প্রতি ভাইরাল হয়েছে। আনন্দবাজার সেই ‘ভিডিয়ো ক্লিপ’-এর সত্যতা যাচাই করেনি। পুলিশ সংগঠনের ওই সভায় নাম না করে ওই আধিকারিককে বলতে শোনা গিয়েছে, ‘‘নানা ভাবে আপনাদের প্ররোচিত করা হচ্ছে। এক নেতা আছেন, যিনি জেনারেটর বন্ধ করে বিধায়ক হয়েছেন। তাঁর নাম করে নিজেকে ছোট করতে চাই না। যেখানেই তিনি সভা-সমিতিতে যান, সেখানেই আমার নাম করে গালাগালি করেন। পুলিশ কর্মচারীদের নিয়ে তিনি যা করতেন, কাঁথিতে গিয়ে এর জবাব দেব।’’ ওই আধিকারিককে ভিডিয়োর বক্তব্যে মুখ্যমন্ত্রীকে ‘মা’ হিসেবেও উল্লেখ করতে শোনা গিয়েছে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘‘ওই অফিসার কর্তব্যরত অবস্থায় তো কিছু বলেননি। নিজেদের সংগঠনের সভায় নিজেদের ভালমন্দের ব্যাপারে সদস্যদের মত জানিয়েছেন। এতে অন্যায়ের কী আছে!’’ ওই আধিকারিককে পাল্টা আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির বাজার করে দেন। ওঁর কথার জবাব আমি দেব না।’’
ওই ক্লিপটির উল্লেখ করে বঙ্কিমের অভিযোগ, ‘‘বিরোধী দলনেতা শুভেন্দুর উদ্দেশে আধিকারিকের এই মন্তব্য উদ্বেগজনক। বিরোধী দলনেতা পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন। তাঁকে একজন পুলিশ অফিসারের দেওয়া হুমকি নিয়ে স্পিকার ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।’’