Swapan Debnath

রামচন্দ্রকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিজেপিকে বিঁধলেন স্বপন দেবনাথ

স্বপন বলেন, ‘‘রামচন্দ্র কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারেন না। তিনি আমারও আরাধ্য দেবতা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৯:২৬
Share:

দলীয় সভায় বক্তৃতা স্বপন দেবনাথের। নিজস্ব চিত্র

রাম অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা স্বপন দেবনাথ। রামচন্দ্রকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে বলে রবিবার দলীয় সভা থেকে তোপ দেগেছেন স্বপন।

Advertisement

রবিবার বর্ধমানের বিজয়রামে দলীয় সভায় যোগ দিয়েছিলেন স্বপন। সেখানে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, ‘‘রামচন্দ্র কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারেন না। তিনি আমারও আরাধ্য দেবতা। আমরা তাঁকে পুজো করি। কিন্তু সেই দেবতাকে রাস্তায় নামিয়ে দিয়েছে বিজেপি।’’

এর পরই স্বপনের প্রশ্ন, ‘‘রাস্তার উপরে লেখা হচ্ছে ‘জয় শ্রীরাম’। আর সবাই তার উপর পা দিয়ে চলে যাচ্ছে। এতে কি রামচন্দ্রের প্রতি খুব সম্মান প্রদর্শন করা হচ্ছে?’’ গেরুয়াশিবিরকে বিঁধে রাজ্যের ওই মন্ত্রী আরও বলেন, ‘‘আসলে রামের নামে ব্যবসা এবং রাজনীতি করছে বিজেপি।’’

Advertisement

আরও পড়ুন: ডুডুয়া নদী থেকে চলছে অবৈধ বালিপাচার, প্রশাসন নিষ্ক্রিয়, দাবি বাসিন্দাদের

আরও পড়ুন: মমতায় আস্থা, পাহাড়ে ফিরে বিনয়-অনীতদের তোপ রোশনের, নিশানায় বিজেপি-ও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন