ডিরেক্টরের পদে বসার আগেই বেতন তাপসকে

খাতায়-কলমে রোজ ভ্যালি গোষ্ঠীর অধীন একটি সংস্থার ডিরেক্টর-পদে নিযুক্ত হওয়ার চার মাস আগে থেকেই ওই পদের জন্য বেতন নিয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল।

Advertisement

সুনন্দ ঘোষ ও শুভাশিস ঘটক

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০৩:৪৮
Share:

ফাইল চি্ত্র।

খাতায়-কলমে রোজ ভ্যালি গোষ্ঠীর অধীন একটি সংস্থার ডিরেক্টর-পদে নিযুক্ত হওয়ার চার মাস আগে থেকেই ওই পদের জন্য বেতন নিয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল। বেআইনি ওই অর্থ লগ্নি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে সিবিআই তাদের চার্জশিটে এমনই অভিযোগ এনেছে তাপসের বিরুদ্ধে।

Advertisement

সম্প্রতি ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে তাপস এবং অন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। তার ন’নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ডিরেক্টর হওয়ার আগে থেকেই যে-ভাবে তাপসকে এক লক্ষ টাকা করে বেতন দেওয়া হয়েছে, তাতে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে ওই সাংসদের ‘অশুভ আঁতাঁত’-এর বিষয়টি পরিষ্কার।

সিবিআই জানায়, ২০১০ সালের ৮ মার্চ তাপসকে ‘রোজ ভ্যালি চেইন মার্কেটিং সিস্টেমস লিমিটেড’-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়। ওই বছরের ১ অগস্ট পর্যন্ত তিনি ডিরেক্টর ছিলেন। অথচ ২০০৯-এর নভেম্বর থেকেই তিনি ওই পদের বেতন নিয়েছেন। ডিরেক্টর হিসেবে তিনি কোনও কাজই করেননি।

Advertisement

তাপসকে যে-পদ্ধতিতে ডিরেক্টর করা হয়েছিল, তা নিয়েও চার্জশিটে প্রশ্ন তুলেছে সিবিআই। তাদের অভিযোগ, তাপসকে ডিরেক্টর করার ব্যাপারে ওই সংস্থার পরিচালন বোর্ডে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যে-কোনও সংস্থা পরিচালনার নিয়মনীতির বিরোধী। তদন্তকারীদের দাবি, নিয়মনীতির তোয়াক্কা না-করে, বাংলা সিনেমার নায়ক তথা সাংসদের ব্যক্তিগত ভাবমূর্তিকেই কাজে লাগাতে চেয়েছিল রোজ ভ্যালি।

আরও পড়ুন: জেলের ভয় পাই না, পাল্টা হুঙ্কার দিলেন মমতা

চার্জশিটে বলা হয়েছে, তাপস রোজ ভ্যালির ফিল্ম ডিভিশনের পরামর্শদাতা কমিটিরও ডিরেক্টর ছিলেন। অথচ তদন্তে নেমে সিবিআই জেনেছে, ‘রোজ ভ্যালি ফিল্ম ডিভিশন’ নামে কোনও সংস্থার অস্তিত্বই নেই। ‘রোজ ভ্যালি ফিল্মস লিমিটেড’ নামে একটি সংস্থা রয়েছে। কিন্তু তার পরামর্শদাতা কমিটি নেই। সেই সংস্থার তৈরি করা কোনও ছবি বা অন্য কোনও উদ্যোগের সঙ্গে তাপস পালের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্রও খুঁজে পায়নি সিবিআই। তাদের অভিযোগ, বিভিন্ন অছিলায় ভুয়ো পদ তৈরি করে মাসে মাসে টাকা দেওয়া হয়েছে তাপসকে।

রোজ ভ্যালির কাগজপত্র ঘেঁটে সিবিআই দেখেছে, ‘আইডিয়া প্রজেক্টস লিমিটেড’ নামে আরও একটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল তাপসকে। কিন্তু সেই সংস্থা কী করত, সেখানে তাপসেরই বা কী ভূমিকা ছিল, চার্জশিটে তার কোনও উল্লেখ নেই। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি ওই সংস্থার ডিরেক্টর হন তাপস। ১ অগস্ট তিনি ডিরেক্টর-পদ থেকে সরে যান। সেই খাতেও বেতন পান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন